ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রথম দিকে কিছুটা কম থাকলেও এখন দেশটিতে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। বিগ বি, ঐশরিয়া থেকে শুরু করে করোনার সংক্রমণ থেকে বাদ পড়েননি বলিউড ও টালিউডের অনেক বড় বড় অভিনেতা-অভিনেত্রীও। আর এর মধ্যেই খবর ছড়িয়ে পড়ে টালিউড অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় নাকি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
তিনি নাকি এর জন্য হাসপাতালেও ভর্তি হয়েছেন বলে একেবারে রটে যায়। কিন্তু এই খবরটি সম্পূর্ণ মিথ্যে বলে উড়িয়ে দিলেন অভিনেত্রী নিজেই।
‘আমি একদম ভাল আছেন। কোনও কিছু হয়নি আমার। এক্কেবারে সুস্থ আছি আমি।’ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের লাইভে হাজির হয়ে এমনই জানালেন অভিনেত্রী রচনা বন্দোপাধ্যায়।
দিদি নম্বর ওয়ানের শ্যুটিংয়ের ফাঁকে লাইভ সেশনে হাজির হন রচনা। সেখানে ভক্তদের উদ্দেশে রচনা জনান, তিনি একেবারে ভাল আছেন। শরীর সুস্থ রয়েছে তার। এত মানুষের ভালবাসা, স্নেহ পান যে তার শরীর খারাপ হতেই পারে না। তিনি সুস্থ আছেন। তবে যে বা যারা কোভিড হয়ে তার শরীর খারাপ বলে রটনা করেছেন, তারা ঠিক কাজ করেননি বলেন অভিনেত্রী। ভবিষ্যতে যাতে কেউ এই ধরনের গুজব না ছড়ান, সে বিষয়ে আবেদন জানান রচনা।
তিনি আরও জানান, সৃষ্টিকর্তার আর্শিবাদ রয়েছে তার ওপর। তাই মানুষের ভালবাসাকে সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছেন বলেও জানান রচনা।