মিসবাহ উল হক এবং ওয়াকার ইউনুসের সঙ্গে বিরোধের জেরে আচমকা অবসরের সিদ্ধান্ত নেন মোহাম্মদ আমির। বিশ্বের অন্যতম সেরা বাঁহাতি পেসারকে দলে ফেরাতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বললেন, কোচদ্বয়ের সঙ্গে আমিরের দ্বন্দ্বের নিষ্পত্তি ঘটিয়ে তাকে দলে ফেরানো হবে।
মাত্র ৩৬ টেস্টে ১১৯ উইকেট নেন আমির। এরপরই লাল বলের খেলাকে বিদায় জানান। তবে বিষয়টি মোটেও ভালোভাবে নেননি প্রধান কোচ মিসবাহ ও বোলিং কোচ ওয়াকার। কোচদ্বয়ের কটু মন্তব্যে রাগের বশে ২০১৯ সালের বিশ^কাপের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান আমির।
এক বছর ধরে দেশের জার্সিতে মাঠে না নামলেও লাইম লাইটের বাইরে যাননি ২৯ বছর বয়সী এই পেসার। পিসিবি কর্তাদের সমালোচনা করে খবরের শিরোনাম হন বরাবরই। কিছুদিন আগেই পাকিস্তান জাতীয় দলের অধিনায়ক বাবর আজম জানিয়েছিলেন, আমিরের সঙ্গে অবসর ভেঙে দলে ফেরার বিষয়ে কথা বলবেন।
এবার ওয়াসিম খানের মন্তব্যে আমির ভক্তদের প্রত্যাশা বেড়ে গেল।
সম্প্রতি এক ইউটিউব চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে পিসিবি প্রধান নির্বাহী জানান, আমিরকে দলে ফেরানোর প্রক্রিয়ায় কোচদ্বয়ের সঙ্গে দ্বন্দ্বের নিষ্পত্তি চান তিনি। ওয়াসিম বলেন, ‘আমি একদম পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি, একজন অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে আমির যেভাবে দলে ফেরার চেষ্টা করছে, সেটা মোটেও ঠিক না। আমির আমাদের জন্য এখনও খুবই মূল্যবান একজন খেলোয়াড়। কোচের সঙ্গে ওর ঝামেলা মিটিয়ে ওকে দলে ফেরানোর চেষ্টা করব আমরা।’
এর আগে আমিরকে দলে ফেরানোর ব্যাপারে অধিনায়ক বাবর আজম বলেন, ‘অবসর প্রসঙ্গে এখনো আমিরের সঙ্গে কথা হয়নি। কিন্তু সুযোগ হলেই তার সমস্যা নিয়ে কথা বলব। সে বিশে^র অন্যতম সেরা বাঁহাতি বোলার এবং আমি তাবে খুবই পছন্দ করি।’