রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

আরব অর্থনীতির পালে হাওয়া

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৯ জন নিউজটি পড়েছেন

কভিড-১৯ মহামারির ধাক্কা সামলে গতিশীল হতে শুরু করেছে অর্থনীতি। যা মধ্যপ্রাচ্যের শীর্ষ দুই অর্থনীতি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ব্যবসায়িক কার্যক্রমের পালে হাওয়া এনেছে। পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স বা পিএমআই ব্যবসায়িক কার্যক্রমে উত্তরণ অথবা সংকোচন নির্দেশ করে। কোনো খাতে এ সূচকের মান ৫০ পয়েন্টের ওপরে থাকার অর্থ হলো সেই খাতটি সম্প্রসারণের পথে রয়েছে।

জানুয়ারিতে আইএইচএস সৌদি অ্যারাবিয়া পারচেজিং ম্যানেজার্স ইনডেক্সের মান দাঁড়িয়েছে ৫৭ দশমিক ১ পয়েন্ট। গত ডিসেম্বরে এর মান ছিল ৫৭ পয়েন্ট। ২০১৯ সালের নভেম্বরের পর সৌদি আরবে জ্বালানিবহির্ভূত বেসরকারি খাতে পিএমআইয়ের মান এটাই সর্বোচ্চ।

জানুয়ারিতে সৌদি আরবের শিল্পোৎপাদনে গত ১৫ মাসের মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি দেখা গেছে। ১১ বছর ধরে দেশটির শিল্পোৎপাদনের পরিসংখ্যান রাখছে আইএইচএস মার্কিট। এ সময়ে আলোচ্য খাতে সৌদি আরবের যে হারে প্রবৃদ্ধি হয়েছে, জানুয়ারিতে শিল্পোৎপাদনে প্রবৃদ্ধির হার তার সঙ্গে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ কভিড-১৯-এর কারণে যে স্থবিরতা নেমে এসেছিল, তা কাটিয়ে আবার আগের অবস্থানে ফিরতে শুরু করেছে দেশটির শিল্প খাত।

আইএইচএস মার্কিটের উপাত্ত বলছে, জানুয়ারিতে সৌদি আরবের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বিপুল পরিমাণে নতুন কার্যাদেশ পেয়েছে। তবে এক্ষেত্রে প্রবৃদ্ধির হার আগের মাসের রেকর্ড সর্বোচ্চ থেকে কিছুটা কমেছে। কার্যাদেশের পাশাপাশি গত মাসে সৌদি আরবে বাজার পরিস্থিতিতে উন্নতি হয়েছে এবং অনলাইনে বিক্রি ও রফতানি চাহিদা বেড়েছে।

আরব বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি ইউএইতেও গত মাসে ব্যবসায়িক কার্যক্রমে জোয়ার দেখা গেছে। জানুয়ারিতে দেশটির জন্য আইএইচএস মার্কিট পারচেজিং ম্যানেজার্স ইনডেক্সের মান দাঁড়িয়েছে ৫১ দশমিক ২, যা আগের মাসেও একই ছিল। ২০১৯ সালের আগস্টের পর ইউএইর উৎপাদন খাতে পিএমআইয়ের মান এটাই সর্বোচ্চ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English