রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

‘আরো তিন-চার বছর খেলবেন মেসি’

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
  • ৫৭ জন নিউজটি পড়েছেন

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি আরো তিন থেকে চার বছর সর্বোচ্চ পর্যায়ে খেলতে পারবেন বলে দাবি তার প্রাক্তন সতীর্থ কার্লোস পুয়োলের। গত মঙ্গলবার বার্সেলোনার জার্সিতে নিজের ৬৪৪তম গোলটি করে এক ক্লাবের হয়ে সর্বাধিক গোল করার নতুন রেকর্ড স্থাপন করেছেন মেসি।

মেসির এই রেকর্ড স্মরণে পানীয় কোম্পানি বাডওয়াইজারের উদযাপনের অংশ হিসেবে গোল ডট কমকে দেয়া এক সাক্ষাৎকারে সাবেক বার্সেলোনা অধিনায়ক কার্লোস পুয়োল বলেন, ‘তার বয়স ৩৩ এবং সে নিজের যত্ন নিচ্ছে। সে এখনো যথেষ্ট উদ্যমী এবং আমার মনে হয় বড় কোনো ইনজুরির শিকার না হলে সর্বোচ্চ পর্যায়ে আরো তিন-চার বছর খেলতে পারবে সে।’

কোন কোন গুণাবলির ভিত্তিতে গত দেড় দশক ধরে সর্বোচ্চ পর্যায়ে খেলছেন মেসি, এমন প্রশ্নের জবাবে পুয়োল বলেন, ‘শুধু প্রতিভা থাকলেই হয় না। প্রতিভার দরকার আছে অবশ্যই, কিন্তু এর সাথে কর্মনিষ্ঠা, অধ্যবসায়, প্রতিদিন নতুন শেখার এবং নতুন চ্যালেঞ্জ নেয়ার ইচ্ছা শক্তিটা থাকতে হবে। আর এর সবকিছুই আমরা মেসির মধ্যে দেখেছি।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English