সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

আর কোনো ধরনের ধারাবাহিকে অভিনয় করব না : শামীম হাসান সরকার

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ৪৪ জন নিউজটি পড়েছেন

শামীম হাসান সরকার। এই নামটির সঙ্গে এ দেশের টেলিভিশন দর্শকরা পরিচিত হয়েছেন ম্যাঙ্গো স্কোয়াড নামের একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে। সমাজের বিভিন্ন ধরনের ত্রুটিকে হাস্যরসের মাধ্যমে যেমন তুলে ধরা হয়, তেমনই বের করে দেওয়া হয় এর সমাধানও। সম্প্রতি ব্যাচেলর পয়েন্ট সিজন থ্রি-তে শামীমের না থাকা নিয়ে শোবিজ অঙ্গনে নানা আলোচনা ও গুঞ্জন তৈরি হয়েছে। কারণ ছাড়া ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকটি যে কজন অভিনেতার গুণে দর্শকপ্রিয়তা পেয়েছে, তাদের মধ্যে শামীম হাসান সরকার প্রথম সারিতে রয়েছেন।

টেলিভিশন নাটকের প্রথম পরিচালক মাবরুর রশিদ বান্নাহর সঙ্গে শামীম হাসান সরকার

হুট করে কেন ব্যাচেলর পয়েন্টে দর্শকরা আপনাকে দেখতে পারছে না? এমন প্রশ্নের জবাবে শামীম হাসান বলেন, ‘অফিশিয়ালি বললে আমি বলব, ব্যক্তিগত কারণে। কিন্তু সত্যি কথা বলতে আমি আর কোনো ধারাবাহিকে অভিনয় করব না। অনেক সময় দিতে হয়। এই সময় দিতে গিয়ে আমি আমার রুট- যে ম্যাঙ্গো স্কোয়াডের কারণে মানুষজন শামীম হাসান সরকারকে চিনেছে, সেই ম্যাঙ্গো স্কোয়াডকে আমি সময় দিতে পারছি না। এটা আমি মানতে পারছি না। তাই ধারাবাহিককে গুড বাই।’

মোহাম্মদ মোস্তফা কামাল রাজের ফ্যামিলি ক্রাইসিস ধারাবাহিকে অভিনয় করছেন। এ প্রসঙ্গে প্রশ্ন করলে শামীম হাসান সরকার বলেন, ‘এটাই আমার সর্বশেষ ধারাবাহিক। ফ্যামিলি ক্রাইসিস শেষ হলে আমাকে কেউ আর ধারাবাহিক নাটকে দেখতে পাবেন না।’

ম্যাঙ্গো স্কোয়াড চ্যানেলের প্রতিটি ভিডিওতে শামীম হাসান সরকারের উপস্থিতি থাকে সাবলীল। তাঁর এই সাবলীল অভিনয় টেলিভিশন নির্মাতাদের মুগ্ধ করে। মাবরুর রশিদ বান্নাহর নাইন অ্যান্ড হাফ দিয়ে মূলধারার শোবিজে প্রবেশ করেন শামীম হাসান। এরপর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক নাটক দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। ব্যাচেলর পয়েন্টে শামীম হাসানের উপস্থিতি দর্শকদের অন্য রকম আনন্দ দিত বলেও সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন নেটিজেনরা।

ধারাবাহিকে অভিনয় করবেন না শামীম হাসান সরকার, তবে অভিনয় ক্যারিয়ারের কী হবে? সোজাসাপ্টা উত্তর দিলেন শামীম। বললেন, ‘শুধু ধারাবাহিক তো আর অভিনয়ের প্রধান জায়গা নয়। আমি অভিনয় করব। একক নাটকে নিয়মিত অভিনয় করব। ধারাবাহিকে সময় বেশি ব্যয় হয়, সেখানে আমি আর নিজেকে যুক্ত করব না। আপাতত সামনের সময়টাতে আমি ম্যাঙ্গো স্কোয়াডের জন্য প্রচুর ভিডিও বানানোতে মনোযোগ দিচ্ছি, এখন পর্যন্ত এই আপডেট।’

ব্যাচেলর পয়েন্টের নির্মাতা অমি ইঙ্গিত দিয়েছিলেন একটা ‘সার্টেন টাইম’ পর শামীম হাসান সরকার ও তৌসিফ মাহবুব মাহবুব ফিরবেন। তবে শামীম হাসান সরকারের কথায় এটা স্পষ্ট হলো যে তিনি ব্যাচেলর পয়েন্ট কেন কোনো ধারাবাহিকেই ফিরছেন না।

বয়ফ্রেন্ড-এর মা নাটকের একটি দৃশ্য

এদিকে ইউটিউবে শামীম হাসান সরকার অভিনীত বয়ফ্রেন্ডের মা নাটকটি মুক্তি পেয়েছে সম্প্রতি। মজার বিষয় হলো, মাত্র এক দিনে নাটকটি এক মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন। এই নাটকে শামীমের মায়ের চরিত্রে মনিরা মিঠু ও প্রেমিকার চরিত্রে পারসা ইভানা অভিনয় করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English