আল্লাহ ও তাঁর রাসুল (সা.) সর্বোতই সত্যবাদী। তাদের থেকে মিথ্যার প্রকাশ অসম্ভব। সুতরাং যারা আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি মিথ্যারোপ করবে তারা পাপী ও গুনাহগার। মহান আল্লাহ বলেন, ‘যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে কেয়ামতের দিন আপনি তাদের মুখ কালো দেখবেন।’ (সুরা ঝুমার, আয়াত : ৬০)
রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার প্রতি মিথ্যারোপ করে সে যেন তার অবস্থান জাহান্নাম করে নেয়।’ (সহিহ বুখারি, হাদিস : ১০৭)
হাসান (রহ.) বলতেন, ‘স্মরণ রাখতে হবে, যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসুল যা হারাম করেননি তা হারাম করল, আর যা হালাল বলেননি তা হালাল বলল, সে আল্লাহ ও তার রাসূল এর প্রতি মিথ্যা আরোপ করল এবং কুফরি করল।’