কারো বিনিময় গ্রহণ করা হবে না আর তোমরা সে দিনের ভয় করো যে দিন কেউ কারো কোনো কাজে আসবে না। আর কারো সুপারিশ গ্রহণ করা হবে না এবং কারো কাছ থেকে বিনিময় গৃহীত হবে না। আর তারা সাহায্য প্রাপ্তও হবে না। আল-বাকারা : ৪৮