আখিরাতের ঘর তৈরি
আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছেন তা দিয়ে আখিরাতের ঘর তৈরির কথা চিন্তা করো। আর দুনিয়া থেকেও নিজের হিস্যার কথা ভুলে যেও না। আল্লাহ তোমার ওপর যেমন দয়া করেছেন, তুমিও (মানুষের প্রতি) দয়া করো। পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না। নিশ্চয়ই আল্লাহ ফাসাদকারীদের পছন্দ করেন না। (সূরা কাসাস : ৭৭)