নিয়ামতের শোকর না করা পাপ
‘তারা কি ভেবে দেখেনি যে, আমি তাদের আগে বহু দল ও সম্প্রদায়কে ধ্বংস করেছি, যাদেরকে দুনিয়ায় এমন শক্তি সামর্থ্য ও প্রতিপত্তি দিয়েছিলাম যা তোমাদেরকে দেইনি, আর আমি তাদের প্রতি আকাশ হতে প্রচুর বৃষ্টি বর্ষণ করেছি এবং তাদের নিম্নভূমি হতে ঝর্ণাধারা প্রবাহিত করেছি, কিন্তু আমার নিয়ামতের শোকর না করার পাপের কারণে আমি তাদের ধ্বংস করেছি এবং তাদের পর অন্য নতুন নতুন জাতি ও সম্প্রদায় সৃষ্টি করেছি।’ (সূরা আনআম : ৬)