আগামী ১ মে থেকে ১৮ বছর বয়স হলেই নেওয়া যাবে করোনা ভাইরাসের টিকা। গত সোমবার কেন্দ্রের এই ঘোষণায় আশার আলো দেখতে পাচ্ছেন অভিনেতা ইমরান হাশমি। মঙ্গলবার (২০ এপ্রিল) টিকা গ্রহণ করার পর এমনটায় জানিয়েছেন তিনি।
ইমরান জানিয়েছেন, এ বার থেকে ১৮ বছর হলে প্রত্যেকে টিকা পাবেন শুনে কিছুটা স্বস্তি পেয়েছেন তিনি। এই পদক্ষেপের সঙ্গেই পরিস্থিতি ধীরে ধীরে ঠিক হবে।
ইমরান আরও বলেন, বাণিজ্যের হাল ফিরবে আবার এবং এই অতিমারি কাটিয়ে অন্য দিকে যাব আমরা। তবে এই মুহূর্তে মানুষকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন অভিনেতা। পরিচ্ছন্নতা বজায় রেখে সব ধরনের সাবধানতা মেনে চলার অনুরোধ জানিয়েছেন ইমরান।