রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

আশা জাগিয়েও দিল্লির কাছে হারল কলকাতা

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ৫৩ জন নিউজটি পড়েছেন

জয়ের জন্য করতে হবে ২২৯। টি-টোয়েন্টি ক্রিকেটে এমন টার্গেট চীনের প্রাচীর টপকানোর মতোই। আইপিএলে শনিবার রাতে এমন টার্গেটই কলকাতাকে দিয়েছিল দিল্লি ক্যাপিটালস। কলকাতার ইনিংসের পুরোটা সময়ই মনে হচ্ছিল জিতবে দিল্লিই। তবে ১৮তম ওভারে ভোজবাজির মতো অনেক কিছুই পাল্টে দেয়ার আভাস দেন কলকাতার ইংলিশ ব্যাটসম্যান মর্গান।

তিন ওভারে দরকার তখন ৫৪। ১৮তম ওভারে বল করতে আসা প্রোটিয়া পেসার ক্যাগিসো রাবাদাকে টানা তিন ছক্কা হাঁকিয়ে সবাইকে তাক করে দেন মর্গান। নড়েচড়ে বসে সবাই। কিন্তু পরের ওভারেই মর্গান বিদায় নিলে আর কোন চমক দেখাতে পারেনি কলকাতা। আশা জাগিয়েও দিল্লির কাছে শাহরুখের দল হারে ১৮ রানে।

তবে এই ম্যাচে উইলোবাজদের ব্যাটিং নৈপূণ্য উপভোগ করেছে ভক্তরা। দুই ইনিংস মিলিয়ে প্রায় সাড়ে চারশ রান। এমন ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে গেছে দিল্লি। ৪ ম্যাচে ৬ পয়েন্ট দলটির। সেখানে চার ম্যাচে চার পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে কলকাতা।

আগে ব্যাট করতে নেমে শ্রেয়াস আয়ারের বিধ্বংসী ইনিংসের উপর ভর করে ৪ উইকেটে ২২৮ রানের পাহাড় গড়ে দিল্লি। ৩৮ বলে ৮৮ রানের অপরাজিত টর্নেডো ইনিংস খেলেন শ্রেয়াস আয়ার। তার ইনিংসে ছিল সাতটি চার ও ছয়টি ছক্কার মার। পৃথীশ ৬৬, রিশব পন্থ ৩৮ রান করেন।

জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২১০ রানে থামে কলকাতার ইনিংস। ৩৫ বলে সর্বোচ্চ ৫৮ রান করেন নিতিশ রানা। চার ও ছক্কা হাঁকিয়েছেন সমান চারটি করে। ১৮ বলে ৪৪ রান করেন মর্গান। চার একটি, কিন্তু ছক্কা ৫টি। তিন ছয় ও তিন চারে ১৬ বলে ৩৬ রান করেন রাহুল ত্রিপাথি। ম্যাচ সেরার পুরস্কার জেতেন বিধ্বংসী ইনিংস খেলা দিল্লির শ্রেয়াস আয়ার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English