রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

আয়ারল্যান্ডের ৪ জাতি টুর্নামেন্ট খেলার প্রস্তাব ফেরাল বিসিবি

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ৩৮ জন নিউজটি পড়েছেন

করোনাকালের মাঝেই শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। তবে শ্রীলঙ্কার কঠোর কোয়ারেন্টিন আইনের কারণে তা বাতিল হয়েছে। এরপর আগামী ডিসেম্বরে দুবাইয়ে চার দলের একটি টুর্নামেন্টে খেলতে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছিল আয়ারল্যান্ড। তবে সেই প্রস্তাবে রাজি হয়নি বিসিবি।

বাংলাদেশ দলের সম্ভাব্য সূচি নিয়ে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো শুক্রবার দুপুরে অনলাইন সংবাদ সম্মেলনে বলেন, কয়েকটি প্রস্তাব আছে। এর মাঝে আয়ারল্যান্ড সেই টুর্নামেন্ট আয়োজন করতে চায় সংযুক্ত আরব আমিরাতে, যেখানে এখন আইপিএল চলছে। সেই টুর্নামেন্টে স্কটল্যান্ড এবং আইসিসির আরও একটি সহযোগী দেশের খেলার কথা। তবে এই টুর্নামেন্ট খেলার চাইতে ঘরোয়া ক্রিকেটকেই গুরুত্বপূর্ণ মনে করছে বিসিবি।

ইতোমধ্যেই ঘরোয়া একটি টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রিকেটাররা আজ থেকে দুই দলে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলছেন। এর মাঝে আর কোনো প্রস্তাব না এলে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে আগামী বছরের মার্চে নিউজিল্যান্ড সফরের জন্য অপেক্ষা করতে হবে টাইগারদের। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেছেন, ‘আপাতত আমাদের ঘরোয়া ক্রিকেট আয়োজন করা বেশি গুরুত্বপূর্ণ। এটি ছাড়া আর কোনো আমন্ত্রণ আপাতত নেই।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English