চলতি বছরের প্রথমে ইরানে ইউক্রেনের যাত্রীবাহি বিমান দুর্ঘটনা নিয়ে বেরিয়ে এসেছে নতুন তথ্য। বিমানটিতে মিসাইল নিক্ষেপ করার পরেও ১৯ সেকেন্ড জীবিত ছিলেন আরোহীরা। রোববার ইরানের সিভিল এভিয়েশনের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। রুশ গণমাধ্যম স্পুটনিক নিউজ এ বিষয় নিশ্চিত করেছে।
এ তথ্য প্রকাশ হওয়ার পর এভিয়েশন কতৃপক্ষ এই দুর্ঘটনার সাথে জড়িত সব দেশকে কোন মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। চলতি বছরের ৮ জানুয়ারি ১৭৬ জন যাত্রী নিয়ে ইউক্রেনের এই বিমানটি তেহরানের ইমাম খামেনি বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। এতে ক্রুসহ সবার মৃত্যু হয়। ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ বিমানটি তেহরান থেকে কিয়েভ যাচ্ছিল। দুর্ঘটনার পর ইরান জানিয়েছে, অনিচ্ছাকৃতভাবে ইউক্রেনের যাত্রীবাহী বিমানটিকে ভূপাতিত করেছে তারা। বিমানটিকে “শত্রু টার্গেট” মনে করে ভুল করা হয় এবং ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
গেল জুলাইয়ে বিমান দুর্ঘটনার সাথে জড়িতদের ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছিল ইরান। ঠিক ওই সময় ইরানের কেন্দ্রীয় বিমা সংস্থা দাবি করেছিল যে, ইউরোপীয় বিমা সংস্থাগুলোকে এই ক্ষতিপূরণ দেওয়া উচিত।