সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

ইউনূসের বিশ্বব্যাপী প্রচারাভিযানে প্রায় ১০ লাখ স্বাক্ষর

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
  • ৪৭ জন নিউজটি পড়েছেন

মানুষের জীবনকে ওষুধ কোম্পানির মুনাফার উপরে স্থান দিতে শান্তিতে নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের বিশ্বব্যাপী প্রচারাভিযানে প্রায় দশ লাখ মানুষ স্বাক্ষর করেছেন।

কোভিড-১৯ ভ্যাকসিনকে একটি বৈশ্বিক সর্বসাধারণের সামগ্রী হিসেবে ঘোষণা করতে গত জুন মাসে মুহাম্মদ ইউনূস বিশ্বব্যাপী এক প্রচারাভিযান শুরু করেন। পৃথিবীর বিভিন্ন দেশের ২৪ জন নোবেল বিজয়ী এবং ১২৫ জন সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও খ্যাতনামা ব্যক্তিত্বরা একাজে তার সাথে সমবেত হয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিশ্বব্যাপী আভাজের প্রচারিত এই পিটিশনে ওষুধ কোম্পানিগুলোকে স্বেচ্ছামূলকভাবে তাদের বুদ্ধিবৃত্তিক মালিকানা ও প্রযুক্তি হস্তান্তর করার মাধ্যমে এই ভ্যাকসিনকে পৃথিবীর সর্বত্র, সবচেয়ে কম খরচে ও সবচেয়ে কম সময়ে সকল মানুষের জন্য সহজলভ্য করার জন্য আহ্বান জানান হয়েছে।

অধ্যাপক ইউনূস বলেন, ইউরোপ ও আমেরিকার ধনী দেশগুলো এরই মধ্যে এই ভ্যাকসিনের বৈশ্বিক সরবরাহের প্রায় সবটাই তাদের জনগণের স্বার্থে তাদের নিজেদের দখলে নিয়ে গেছে এবং এর ফলে নিম্ন আয়ের দেশগুলো ভ্যাকসিন পাবার ক্ষেত্রে অনেক পিছিয়ে পড়েছে।

এর ফলে কোভ্যাক্সের মতো প্রশংসনীয় উদ্যোগের মাধ্যমেও বর্তমান পদ্ধতিতেও ২০২১ সালের শেষে পৃথিবীর সর্বত্র এই ভ্যাকসিন পৌঁছানো যাবে না, বলেন তিনি।

ইউনূস আরো বলেন, সাম্প্রতিক চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হলে সকল দেশকে জরুরিভিত্তিক স্বাস্থ্য পরীক্ষার সামগ্রীসমূহ সংগ্রহ করতে হবে, সর্বনিম্ন খরচে সকলের জন্য কার্যকর চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণদের যেমন-স্বাস্থ্যকর্মী ও বয়স্কদেরকে যত দ্রুত সম্ভব ভ্যাকসিন দিতে হবে।

এজন্য প্রায় ১০০টি দেশ কোভিড-১৯ ভ্যাকসিন ও এর চিকিৎসা প্রযুক্তির প্যাটেন্ট ও বুদ্ধিবৃত্তিক মালিকানার উপর একটি ব্যাপকভিত্তিক সাধারণ স্বত্বত্যাগ জারি করতে এ মাসে ডব্লিউটিও একটি প্রস্তাবে সমর্থন দিতে যাচ্ছে।

এই প্রস্তাবের কো-স্পন্সর হলো এইচআইভি/এইডস মহামারিতে ব্যাপকভাবে আক্রান্ত ও বিপুল মানুষ প্রাণহানির দেশ দক্ষিণ আফ্রিকা।

কোভিড ভ্যাকসিনকে প্যাটেন্টমুক্ত করতে একটি বাধ্যতামূলক চুক্তি এই ভ্যাকসিন বৈশ্বিক সর্বসাধারণের এক সামগ্রী এই বার্তা পরিষ্কারভাবে পৌঁছে দিয়ে পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে দিতে পারে।

নোবেল বিজয়ী ইউনূসের এই উদ্যোগ যে বিষয়টির উপর জোর দেয়া হচ্ছে তা হলো মানুষের জীবন রক্ষার মতো একটি মৌলিক প্রশ্নে কোনো উত্তর-দক্ষিণ বিভাজন কাম্য নয়। বিশেষত যেসব দেশে পৃথিবীর জনসংখ্যার বড় অংশ বাস করে।

এখন সময় এসেছে জি-২০ নেতাদের এটা প্রমাণ করা যে, কাউকে পেছনে ফেলে না রাখতে ত্রুটিহীন চেষ্টা করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। ডব্লিউটিওতে উত্থাপিত প্রস্তাবটির সমর্থনে তাদের এগিয়ে আসা প্রয়োজন।

উল্লেখ্য, এ বছরের জুন মাসে প্রথম আবেদনের পর অধ্যাপক ইউনূসের পিপলস ভ্যাকসিন অ্যালায়েন্স যোগ দেন এবং জাতিসঙ্ঘের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং সিদ্ধান্ত প্রণেতাদের কাছে পৌঁছাতে বিভিন্ন বৈশ্বিক প্রতিষ্ঠান যেমন ইউএনএইডস, অক্সফাম ও অ্যালায়েন্সভুক্ত ২০টি আন্তর্জাতিক সংস্থার সাথে কাজ করছেন।

কোভিড-১৯-কে একটি বৈশ্বিক সর্বসাধারণের পণ্য হিসেবে ঘোষণা করার লক্ষ্যে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে একটি সিদ্ধান্তের খসড়া প্রণয়নে অ্যালায়েন্স একযোগে উদ্যোগ নিয়েছে।

পিটিশনটি এই https://secure.avaaz.org/campaign/en/vaccine_common_good/?zLNlAfb) ঠিকানায় পাওয়া যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English