রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

ইউরোপের কোন দেশে মজুরি কেমন

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৬ জন নিউজটি পড়েছেন

ইউরোপ মহাদেশে অনেক দেশ আছে যেসব দেশের মানুষের গড় আয় কম। আবার এমন অনেক দেশ আছে যেসব দেশে মানুষের মাসিক আয় গড়ে ১৫০০ ইউরো বা দেড় লাখ টাকা। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় জীবনযাত্রার মান ও গড় আয়ের দিক থেকে পূর্ব ইউরোপের দেশগুলো অনেক পিছিয়ে। ইউরোস্ট্যাট কর্তৃক প্রকাশিত সর্বশেষ জরিপ অনুযায়ী মাসিক ন্যূনতম মজুরির দিক থেকে ইইউভুক্ত দেশগুলোর মধ্যে সবার ওপরে রয়েছে লুক্সেমবার্গের অবস্থান। ফ্রান্স, বেলজিয়াম এবং জার্মানি এ তিন দেশ দ্বারা স্থলবেষ্টিত এ দেশটিতে বসবাসরত অধিবাসীদের যে কোনও কাজের ক্ষেত্রে মাসিক ন্যূনতম মজুরি ২ হাজার ২০২ ইউরো।

অন্যদিকে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে ন্যূনতম মাসিক মজুরির দিক থেকে সবার চেয়ে পিছিয়ে পূর্ব ইউরোপের দুই দেশ বুলগেরিয়া ও হাঙ্গেরি।বুলগেরিয়াতে বসবাসরত অধিবাসীদের যেকোনও কাজের ক্ষেত্রে মাসিক ন্যূনতম মজুরি ৩৩২ ইউরো এবং হাঙ্গেরিতে বসবাসরত অধিবাসীদের যেকোনও কাজের ক্ষেত্রে মাসিক ন্যূনতম মজুরি ৪৪২ ইউরো। পূর্ব ইউরোপের অন্যান্য দেশের মধ্যে রোমানিয়াতে বসবাসরত অধিবাসীদের যেকোনও কাজের ক্ষেত্রে মাসিক ন্যূনতম মজুরি ৪৫৮ ইউরো, লাটভিয়াতে ৫০০ ইউরো, ক্রোয়েশিয়াতে ৫৬৩ ইউরো, চেক প্রজাতন্ত্রে ৫৭৯ ইউরো, এস্তোনিয়াতে ৫৮৪ ইউরো, পোল্যান্ডে ৬১৪ ইউরো, স্লোভাকিয়াতে ৬২৩ ইউরো এবং লিথুয়ানিয়াতে বসবাসরত অধিবাসীদের যে কোনও কাজের ক্ষেত্রে মাসিক ন্যূনতম মজুরি ৬৪২ ইউরো। ইউরোস্ট্যাটের জরিপে মাসিক ন্যূনতম আয় বিবেচনায় পূর্ব ইউরোপের এ সকল দেশকে ইউরোপের দরিদ্রতম দেশ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। ঘণ্টা হিসেবে এ সকল দেশের মানুষের ন্যূনতম মজুরি গড়ে দুই থেকে সোয়া চার ইউরো।

গ্রিস, পর্তুগাল, মাল্টা, স্লোভেনিয়া এবং স্পেন এ পাঁচটি দেশকে ইউরোপের মধ্যবিত্ত দেশ হিসেবে আখ্যা দিয়েছে ইউরোস্ট্যাট। এসব দেশের মানুষের যে কোনও কাজের ক্ষেত্রে মাসিক সর্বনিম্ন মজুরি গড়ে ৭০০ থেকে ১,১০০ ইউরোর মধ্যে। ঘণ্টায় হিসাব করলে গড়ে এ সকল দেশের মানুষের যে কোনও কাজের ক্ষেত্রে সর্বনিম্ন মজুরি গড়ে সাড়ে চার থেকে সাত ইউরো। ইউরোস্ট্যাটের জরিপ অনুযায়ী গ্রিসে বসবাসরত অধিবাসীদের যে কোনও কাজের ক্ষেত্রে মাসিক ন্যূনতম মজুরি ৭৫৮ ইউরো, পর্তুগালে ৭৭৬ ইউরো, মাল্টায় ৭৮৪ ইউরো, স্লোভেনিয়াতে ১,০২৪ ইউরো এবং স্পেনে বসবাসরত অধিবাসীদের যেকোনও কাজের ক্ষেত্রে মাসিক ন্যূনতম মজুরি ১ হাজার ১০৮ ইউরো।

অন্যদিক প্রায় সকল আন্তর্জাতিক সূচক বিবেচনায় পশ্চিম ইউরোপের দেশগুলো ইউরোপের অন্যান্য দেশের চেয়ে অনেক ওপরে। ইউরোস্ট্যাটের জরিপে ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড এবং লুক্সেমবার্গ এ ছয়টি দেশকে ইউরোপের সবচেয়ে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এ দেশের দেশে বসবাসরত অধিবাসীদের যে কোনও কাজের ক্ষেত্রে মাসিক সর্বনিম্ন আয় ১৫৫০ ইউরো থেকে শুরু করে সর্বোচ্চ ২২০২ ইউরো পর্যন্ত হতে পারে। ফ্রান্সে বসবাসরত অধিবাসীদের যে কোনও কাজের ক্ষেত্রে মাসিক ন্যূনতম মজুরি ১৫৫৫ ইউরো, জার্মানিতে ১৬১৪ ইউরো, বেলজিয়াম ১৬২৬ ইউরো, নেদারল্যান্ডসে ১৬৮৫ ইউরো, আয়ারল্যান্ডে ১৭২৪ ইউরো এবং লুক্সেমবার্গে বসবাসরত অধিবাসীদের যে কোনও কাজের ক্ষেত্রে মাসিক ন্যূনতম মজুরি ২২০২ ইউরো।

ইউরোস্ট্যাটের জরিপে কেবলমাত্র ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর মাসিক নূন্যতম মজুরি বিবেচনা করা হয়েছে। এ কারণে সুইজারল্যান্ড, গ্রেট ব্রিটেন, নরওয়ে, লিখটেনস্টেইন, আইসল্যান্ড এ সকল দেশের নাম এ তালিকায় নেই। এ তালিকায় সাইপ্রাস, অস্ট্রিয়া, ইতালি, ফিনল্যান্ড, ডেনমার্ক ও সুইডেনকে রাখা হয় নি কেননা এ সকল দেশে সরকারিভাবে কোনও নূন্যতম বেতন কাঠামো নেই। এছাড়াও ইউরোস্ট্যাটাসের জরিপে আয়ের সাথে সাথে ট্যাক্সের হিসাব বিবেচনায় রাখা হয় নি। তাই ট্যাক্স বাদ দিলে উপরে উল্লেখিত অনেক দেশের অধিবাসীদের নূন্যতম মজুরি আরও অনেক কমে আসবে। যেমনঃ ইউরোস্ট্যাটের জরিপ অনুযায়ী স্লোভেনিয়াতে বসবাসরত অধিবাসীদের যে কোনও কাজের ক্ষেত্রে মাসিক নূন্যতম মজুরি ১,০২৪ ইউরো কিন্তু ২২% সরকারি কর এবং ১২% সোশ্যাল প্রভিডেন্ট ফান্ডসহ হিসাব করলে স্লোভেনিয়াতে বসবাসরত অধিবাসীদের মাসিক নূন্যতম মজুরির পরিমাণ দাঁড়ায় ৬৭৫ ইউরো। অন্যদিকে হাঙ্গেরিতে বসবাসরত অধিবাসীদের যে কোনও কাজের ক্ষেত্রে মাসিক নূন্যতম মজুরি ৪৪২ ইউরো দেখানো হয়েছে কিন্তু ২৮% সরকারি ট্যাক্স কর্তন করার পর দেশটিতে বসবাসরত অধিবাসীদের মাসিক নূন্যতম মজুরির পরিমাণ দাঁড়ায় ৩১৮ ইউরো।

ইউক্রেন, মলদোভা, বেলারুশসহ দক্ষিণ-পূর্ব ইউরোপে বলকান পেনিনসুলার অন্তর্গত দেশ মেসিডোনিয়া, সার্বিয়া, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, আলবেনিয়া, কসোভো ও মন্টিনিগ্রোর নামও এ তালিকায় নেই। সামগ্রিকভাবে হিসাব করলে জীবনযাত্রার মানের দিক থেকে ইউক্রেন, মলদোভা, বেলারুশ, মেসিডোনিয়া, সার্বিয়া, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, আলবেনিয়া, কসোভো ও মন্টিনিগ্রো এ নয়টি দেশ গোটা ইউরোপে সবচেয়ে পিছিয়ে। পার ক্যাপিটা জিডিপির হিসেবে এ নয়টি দেশ ইউরোপের সবচেয়ে দরিদ্রপীড়িত দেশ হিসেবে পরিগণিত। গড়পত্তা হিসেবে এ সকল দেশের অধিবাসীদের মাসিক আয় গড়ে ২৫০ থেকে ৩২৫ ইউরো, যদিও এসকল দেশে অনেক মানুষ রয়েছেন যাদের অবস্থান দারিদ্র সীমার নীচে।

গ্রেট ব্রিটেনের সরকারের সর্বশেষ আইন অনুযায়ী দেশটিতে কাজ করা ২৫ কিংবা তার অধিক বয়সী সকল নাগরিকের ঘণ্টা প্রতি নূন্যতম মজুরি ৮.২১ ব্রিটিশ পাউন্ড। ২১ থেকে ২৪ বছর বয়সী সকল নাগরিকের ক্ষেত্রে ঘণ্টা প্রতি নূন্যতম মজুরি ৭.৭ ব্রিটিশ পাউন্ড। এ হিসাব করলে গ্রেট ব্রিটেনে বসবাসরত অধিবাসীদের মাসিক নূন্যতম মজুরি দাঁড়ায় ১২৩২ ব্রিটিশ পাউন্ড থেকে ১৩১৪ ব্রিটিশ পাউন্ড। ইউরো হিসেবে দেশটিতে বসবাসরত অধিবাসীদের মাসিক নূন্যতম মজুরি ১৩৮৪ ইউরো থেকে ১৫০০ ইউরো। অন্যদিকে সরকারি হিসাব অনুযায়ী আইসল্যান্ডে বসবাসরত অধিবাসীদের মাসিক নূন্যতম মজুরি ৩,৫১,০০০ আইসল্যান্ডিক ক্রোনা বা ২,২৬৬ ইউরো। আরবেইডস্টিলসাইনেট প্রকাশিত তথ্য অনুযায়ী নরওয়েতে সরকারিভাবে কোনও সুনির্দিষ্ট বেতন কাঠামো না থাকলেও দেশটিতে কাজ করা সকল দক্ষ শ্রমিকের মজুরি ঘণ্টায় ন্যূনতম ২১০ নরওয়েজিয়ান ক্রোনা। অদক্ষ শ্রমিকদের ক্ষেত্রে ঘণ্টা হিসেবে দেশটিতে সর্বনিম্ন মজুরি ১৮৮.৪ নরওয়েজিয়ান ক্রোনা। সাধারণভাবে দেশটিতে বসবাসরত অধিবাসীদের মাসিক নূন্যতম মজুরি ২৩,৩৫৫ নরওয়েজিয়ান ক্রোনা বা ২৩৫৫ ইউরো। নরওয়ের মতো যদিও সাইপ্রাস, অস্ট্রিয়া, ইতালি, ফিনল্যান্ড, ডেনমার্ক ও সুইডেনে সরকারিভাবে ঘোষিত কোনও বেতন কাঠামো নেই তবুও পেল্যাব কর্তৃক প্রকাশিত তথ্য অনুযায়ী অঘোষিতভাবে এ সকল দেশে বসবাসরত অধিবাসীদের যে কোনও কাজের ক্ষেত্রে মাসিক নূন্যতম মজুরি যথাক্রমে ৮৭০ ইউরো, ১৫৬৩ ইউরো, ১৩০৭ ইউরো, ১৯২০ ইউরো, ১৪৬০০ ডেনিশ ক্রোনা বা ১৯৬৩ ইউরো এবং ১৯৫৫৭ সুইডিশ ক্রোনা বা ১৯৫৬ ইউরো। তবে পরিসংখ্যানগত এ তথ্য দিয়ে বাস্তবিকভাবে এ সকল দেশগুলোকে এ ক্ষেত্রে যাচাই করার সুযোগ নেই।

সুইজারল্যান্ডে বসবাসরত অধিবাসীদের যেকোনো কাজের ক্ষেত্রে মাসিক ন্যূনতম মজুরি ২ হাজার ৭৬৩ সুইস ফ্র্যাঙ্ক বা ২৫৪৮ ইউরো। সুইজারল্যান্ডের প্রতিবেশি দেশ লিখটেনস্টেইনে বসবাসরত অধিবাসীদের যে কোনো কাজের ক্ষেত্রে মাসিক ন্যূনতম মজুরি ২ হাজার ৭৯০ সুইস ফ্র্যাঙ্ক বা ২ হাজার ৫৭৩ ইউরো। তবে সুইজারল্যান্ডের অন্যতম প্রসিদ্ধ প্রশাসনিক ক্যান্টন জেনেভাতে কয়েকদিন আগে যে কোনো কাজের ক্ষেত্রে ঘণ্টা প্রতি ন্যূনতম ২৩ সুইস ফ্র্যাঙ্ক বা ২২ ইউরো মজুরি ধার্য করা হয়। এ হিসেবে জেনেভায় যে কোনও কাজের ক্ষেত্রে মাসিক ন্যূনতম মজুরি ৪ হাজার সুইস ফ্র্যাঙ্ক বা ৩ হাজার ৬৯২ ইউরো। নূন্যতম মজুরি হিসেবে যা এখন পর্যন্ত এটি এ পৃথিবীতে নির্ধারিত সর্বাধিক বেতন কাঠামো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English