যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ ভোট পাওয়ার রেকর্ড গড়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। গণনা শেষ হওয়ার আগেই যেকোন মার্কিন প্রেসিডেন্টের চেয়ে বেশি ভোট পেয়ে রেকর্ড গড়লেন তিনি। এর আগে ২০০৮ সালে বারাক ওবামার গড়া রেকর্ড ভেঙেছেন তিনি।
২০০৮ সালে বারাক ওবামা পেয়েছিলেন ছয় কোটি ৯৪ লাখ ৯৮ হাজার ৫১৬ ভোট। অন্যদিকে, ভোট গণনা শেষ হওয়ার আগেই এরই মধ্যে সাত কোটির বেশি ভোট পেয়েছেন বাইডেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এখন পর্যন্ত ৩৫ লাখের বেশি ভোটে এগিয়ে রয়েছেন বাইডেন।
যুক্তরাষ্ট্রে ১৬ কোটির বেশি ভোটার এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন। গত ১২০ বছরের কোন নির্বাচনে এত মার্কিনি ভোট দেননি।
এদিকে, এবছর ডাকযোগে দেয়া ভোটের দিক দিয়েও রেকর্ড হয়েছে। ১০ কোটির বেশি ভোটার এবার ডাকযোগে আগাম ভোট দিয়েছেন।