রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

ইনস্টাগ্রামের ছবি সেভ করবেন যেভাবে

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১
  • ৪৯ জন নিউজটি পড়েছেন

অনেক সময় ইনস্টাগ্রামে ছবি দিয়ে গ্যালারি থেকে অরিজিনাল কপিটি আমরা মুছে ফেলি। পরে কোনো কারণে ছবিটি ফেইসবুকে দেওয়ার প্রয়োজন হলে ইনস্টাগ্রাম থেকে আর সহজে ডাউনলোড করা যায় না। ডাউনলোড করলেও দেখা যায় পুরো পেইজসহ ডাউনলোড হয়েছে। এ সমস্যা এড়িয়ে ইনস্টাগ্রামের ছবি ফোনে কিভাবে সেভ করা যাবে তা নিয়েই থাকছে এবারের টিপস।

সেভের উপায়

আপলোড করা ছবি সেইভের ক্ষেত্রে প্রথমে ইনস্টাগ্রামের প্রোফাইলে যেতে হবে। প্রোফাইল আসলে সর্ব ডানে থাকা হ্যামবার্গার মেনুতে ক্লিক করতে হবে। নতুন পেইজ আসলে একদম নিচে ‘Settings’ অপশন পাওয়া যাবে। এতে ক্লিক করলে ‘Account’ অপশন আসবে। সেখান থেকে ‘Original Posts’ এ ক্লিক করতে হবে। আইফোনের ক্ষেত্রে অপশনটির নাম হবে ‘Original Photos’।

নতুন পেইজে ‘Save Original Posts’ অপশনটি দেখা যাবে। এর পাশে থাকা টগল বাটনটি অন করলে ইনস্টাগ্রামে আপলোড করা সব ছবি স্বয়ংক্রিয়ভাবে ফোনের গ্যালারিতে সেইভ হবে।

অন্যদের ছবি সেইভ করার উপায়

ইনস্টাগ্রামের যে ছবি সেইভ করতে চান সেটার ডান দিকে থাকা বুকমার্ক আইকনে ক্লিক করতে হবে। সেইভ হয়েছে কিনা তা দেখতে নিজের প্রোফাইলে যেতে হবে। এরপর হ্যামবার্গার মেনুতে গিয়ে ‘Saved’ অপশনটিতে ক্লিক করতে হবে। নতুন পেইজ এলে সেইভ হওয়া ছবিগুলো দেখা যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English