শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

ইফতারের পর হলদে হচ্ছে দাঁত! জেনে নিন সাদা করার উপায়

লাইফস্টাইল ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৫৭ জন নিউজটি পড়েছেন
যে উপায়ে দূদাঁতে পোকা বলতে কিছু নেইর করবেন দাঁতের দাগ

সারাদিন রোজা থাকার পর সন্ধ্যায় ইফতারে ভাজা-পোড়াসহ অন্যান্য খাবারের কমতি থাকে না। কোনটা ভালো আর কোনটা ক্ষতিকর এতসব না ভেবে চিন্তে খাওয়া হয় আমাদের। এতে দেখা যায় দাঁতের উপর হালকা হলুদ স্তরের আবরণ বা দাঁত হলদে হচ্ছে। এছাড়া ইফতারে খাওয়ার সময় কোনো নিয়মের তোয়াক্কা না করায় দাঁতসহ মুখের জন্য ক্ষতিকর খাবারও খাওয়া হয়।

দাঁতে এই হলদে ভাবের জন্য লজ্জায় কারো সামনে গিয়ে মুখ খুলে কথা বলা যায় না বা হাসি আসলেও হাসা যায় না। যারা অফিস-আদালতে চাকরি করেন তাদের ক্ষেত্রে আরও বেশি লজ্জার। এবার তাহলে দাঁতের হলদেভাব দূর করার উপায় তুলে ধরা হলো-

কলার খোসা : ইফতারে ফলমূলের সঙ্গে কলাও রাখা হয়। কলার খোসা ফেলে না দিয়ে খোসার সাদা দিক নিয়মিত দাঁতে ঘষলে দাঁতের হলদেভাব কেটে যায়। কলার খোসা দিয়ে দাঁত ঘষার পর অবশ্যই হালকা গরম পানি দিয়ে কুলকুচি করে নিবেন।

লবণ : দাঁত পরিষ্কার রাখতে যুগ যুগ ধরে লবণ ব্যবহার হয়ে আসছে। লবণ দাঁতের ঘাটতি মেটানোর পাশাপাশি দাঁতের সৌন্দর্য বৃদ্ধি করে। বিশেষজ্ঞরাও দাঁতের হলদেভাব দূর করার জন্য লবণ ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন। এজন্য কাঠকয়লার সঙ্গে লবণ মিশিয়ে নিয়মিত দাঁত মাজলেই দাঁত হবে আয়নার মতো ঝকঝকে পরিষ্কার।

কমলা-লেবুর খোসা : ইফতারে কমলা-লেবু রাখাই হয়। রাতে ঘুমাতে যাওয়ার আগে অল্প একটু কমলা-লেবুর খোসা দাঁতে ভালো করে ঘষুন। মুহূর্তেই দেখবেন দাঁতের হলদে ভাব নেই।

খাবার সোডা : খাবার সোডা দাঁতের হলদেভাব দূর করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। রোজ ব্রাশ করার সময় টুথপেস্টের সঙ্গে সামান্য পরিমাণ খাবার সোডা মিশিয়ে দাঁত ব্রা

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English