রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

ইসরায়েলে ৩ সপ্তাহের দ্বিতীয় দফা লকডাউন ঘোষণা, মন্ত্রীর পদত্যাগ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৪১ জন নিউজটি পড়েছেন

করোনাভাইরাসের বিস্তার রোধে ইসরায়েল নতুন করে লকডাউন কার্যকর করতে যাচ্ছে। দ্বিতীয় দফার এই লকডাউন অন্তত তিন সপ্তাহ বলবৎ থাকবে। সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ইসরায়েলে আগামী শুক্রবার দ্বিতীয় দফার এই লকডাউন শুরু হবে। এদিন ইহুদিদের নববর্ষের শুরু। ইসরায়েলে প্রথম দফার লকডাউন মার্চের শেষ ভাগ থেকে মে মাসের শুরুর দিক পর্যন্ত কার্যকর ছিল।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, দ্বিতীয় দফার লকডাউনের পদক্ষেপ সবার ওপরই ব্যাপক প্রভাব ফেলবে।
প্রথম দফার চেয়ে দ্বিতীয় দফার লকডাউনে কড়াকড়ি বেশি থাকছে বলে জানা গেছে।

ইসরায়েলে করোনার সংক্রমণ বেড়েই চলছে। সেখানে প্রতিদিন প্রায় ৪ হাজার মানুষ করোনায় সংক্রমিত হচ্ছেন। ইহুদিদের গুরুত্বপূর্ণ উৎসবগুলোর সময় লকডাউন দেওয়ার প্রতিবাদে ইসরায়েলের এক মন্ত্রী পদত্যাগ করেছেন। পদত্যাগী মন্ত্রীর নাম ইয়াকোভ লিৎজমান। তিনি আবাসনমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

ইয়াকোভ লিৎজমান বলেন, লকডাউনের পদক্ষেপ ইহুদিদের ধর্মীয় উৎসবগুলো উদ্‌যাপন ব্যাহত করবে। তিনি ক্ষমতাসীন জোট সরকার থেকে নিজের দলকে প্রত্যাহার করে নেওয়ারও হুমকি দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, ইসরায়েলের এ পর্যন্ত দেড় লাখের বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। করোনায় মারা গেছেন ১ হাজার ১০৮ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English