রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:০১ অপরাহ্ন

ইয়াবা মামলায় ১৫ বছর কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ৫১ জন নিউজটি পড়েছেন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় রাশেদুল ইসলাম নামের এক ব্যক্তিকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখার এ রায় দেন।

রায় ঘোষণার পর আসামি রাশেদুলকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার কাগজপত্রের তথ্য বলছে, ২০১৭ সালের ৩০ ডিসেম্বর রাজধানীর উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টরের হোসেন টাওয়ারের নিচে মুসলিম সুইটসের সামনে থেকে রাশেদুলকে ১৫ হাজার ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় উত্তরার আজমপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলমগীর গাজী বাদী হয়ে মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি আসামি রাশেদুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। রাষ্ট্রপক্ষ থেকে এ মামলায় আদালতে সাতজন সাক্ষীকে হাজির করা হয়। অভিযোগপত্রে বলা হয়, আসামি রাশেদুল ইসলাম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসা করে আসছিলেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) মাহবুবুর রহমান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English