সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

ইয়েমেনে বিমানবন্দরে হামলায় নিহত বেড়ে ২৬

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ৩৪ জন নিউজটি পড়েছেন

ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবারের ভয়াবহ বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে পৌঁচেছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অনন্ত ৫০ জন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নিরাপত্তা কর্মকর্তারা বলছে, সদ্য গঠিত সৌদি-সমর্থিত সরকারের মন্ত্রীসভার সদস্যদের বহনকারী বিমান অবতরণের কিছুক্ষণ পরই সেখানে বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা যায়।

তবে বিস্ফোরণের উৎস সম্পর্কে এখনো স্পষ্টভাবে কিছু জানা যায়নি। এখন পর্যন্ত ওই বিমানবন্দর হামলার দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে সরকারি বিমানের কেউ আহত হয়নি বলে জানা গেছে।

আক্রমণের কয়েক ঘণ্টা পরে এডেনের মাশাহেকে রাষ্ট্রপতি প্রাসাদের কাছে দ্বিতীয় বিস্ফোরণের শব্দ শোনা যায়। যেখানে প্রধানমন্ত্রী মঈন আবদুল মালিকসহ মন্ত্রি পরিষদের সদস্য ও ইয়েমেনে সৌদি রাষ্ট্রদূতকে নিরাপদে রাখা হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

দ্বিতীয় বিস্ফোরণটি কেন বা কী কারণে ঘটেছে তা এখনো স্পষ্ট নয় এবং ওই বিস্ফোরণে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

আবদুল মালিক হামলাকারীদের ‘বিশ্বাসঘাতক’ ও ‘কাপুরষ’ বলে নিন্দা জানিয়েছেন। তিনি আরো বলেন, ‘রাষ্ট্র পুনরুদ্ধার করতে ও দেশে স্থিতিশীলতা আনতে ওই সন্ত্রাসীদের প্রতিহত করাই সরকারের মূল দায়িত্ব।’

ঘটনাস্থলে থাকা এএফপির সংবাদদাতা বলেন, ‘মন্ত্রিসভার সদস্যরা প্লেন থেকে নামার সময়ই কমপক্ষে দু’টি বিস্ফোরণের শব্দ শোনা যায়।

উল্লেখ্য, চলতি বছর গত ১৮ ডিসেম্বর ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও দক্ষিণের বিচ্ছিন্নতাবাদীরা ক্ষমতার অংশীদারিত্বের ভিত্তিতে নতুন এক সরকার গঠনে একমত হয়। সৌদি আরবে শপথ গ্রহণের কয়েক দিন পর বুধবার দক্ষিণের এডেন শহরে আসে নতুন সরকার। ২৪ সদস্যের নতুন মন্ত্রিসভাকে শনিবার ইয়েমেনি প্রেসিডেন্ট আবদুর রাব্বু মানসুর হাদি শপথ করান। উত্তরের অনেক এলাকা দখল করে থাকা বিদ্রোহীদের বিরুদ্ধে জোট তৈরির অংশ হিসেবে নতুন এ মন্ত্রিসভা গঠন করা হয়।

২০১৪ সালে ইরান সমর্থিত হাউছি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করে নিলে সৌদি আরব এক সামরিক জোট গঠন করে ইয়েমেনে অভিযান শুরু করে। হাউছি বিদ্রোহীরা রাজধানী সানা দখলের পর থেকেই প্রেসিডেন্ট হাদি সৌদি রাজধানী রিয়াদে বাস করে আসছেন।

ইয়েমেনে পাঁচ বছরের চলমান যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত ও লাখ লাখ লোক আশ্রয়হীন হয়। এ যুদ্ধের মধ্য দিয়েই দেশটিতে জাতিসঙ্ঘের বর্ণিত বিশ্বের চরমতম মানবিক দুর্যোগ শুরু হয়।

নতুন সরকারে প্রেসিডেন্ট হাদির সমর্থক ও বিচ্ছিন্নতাবাদী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলসহ অন্যান্য দল অন্তর্ভুক্ত রয়েছে।

হাউছিদের বিরুদ্ধে একজোট হয়ে রিয়াদের সহায়তায় নতুন এ সরকার গঠিত হলেও, নিজেদের ভেতরের দ্বন্দ্বে ঐক্যমতের সরকার যেকোনো সময় ভেঙে পড়তে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English