বিসিবির দেয়া সূচি অনুযায়ী আজ রবিবার ( ২৬ জুলাই) ই ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনের শেষ দিন। রবিবার অনুশীলন করেই ঈদের ছুটিতে নিজ নিজ গন্তব্যে চলে যাবেন ক্রিকেটাররা। তবে কয়েকজন ক্রিকেটার আবেদন করেছেন আরো দুইদিন যেন অনুশীলনের সুযোগ দেয়া হয়। বিসিবির নির্ভরযোগ্য সূত্র বলছে, আবেদনের প্রেক্ষিতে অনুশীলন দুই দিন বাড়িয়ে ২৮ জুলাই পর্যন্ত করা হতে পারে।
এদিকে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ছে ব্যক্তিগত অনুশীলনে ক্রিকেটার সংখ্যা। ঢাকার শেরে বাংলা, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, খুলনার শেখ নাসের ও সিলেট বিভাগীয় স্টেডিয়ামে প্রথম অনুশীলন শুরু করেছিলেন ১০ জন; মুশফিক, ইমরুল, মিঠুন, শফিউল, নাইম হাসান, মেহেদি মিরাজ, নুরুল সোহান, মেহেদি হাসান, খালেদ আহমেদ ও নাসুম আহমেদ।
সাত দিনের মাথায় আরও যুক্ত হয়েছেন তিনজন। প্রথম অন্তর্ভুক্ত হয়েছেন দুই পেসার তাসকিন আহমেদ ও মেহেদি হাসান রানা। এ দুই দ্রুতগতির বোলারই মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে মুশফিক, ইমরুল, মিঠুন ও শফিউলের সঙ্গে প্র্যাকটিস করছেন। শনিবার সবশেষ অনুশীলনে নেমেছেন নাজমুল হোসেন শান্ত। রাজশাহীর কামরুজ্জামান স্টেডিয়ামে রোববার রানিং করেছেন জাতীয় দলের এ বাঁহাতি ব্যাটসম্যান।