শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

ঈদের পর অনুশীলনের নামছেন নারী ক্রিকেটাররা

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৪৭ জন নিউজটি পড়েছেন

সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে আসন কোরবানির ঈদের পর থেকে সীমিত পরিসরে নারী ক্রিকেট দলের অনুশীলন শুরুর কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনটাই বলেছেন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। এছাড়া করোনা কারনে ক্ষতিগ্রস্ত খেলোয়াড়দের আর্থিক সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

বছরের শুরুতে বাংলাদেশ নারী ক্রিকেট দল অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলে এসেছে। এরপর থেকে হাত গুটিয়ে বসে রয়েছে তারা। প্রথমে মাঠ না পাওয়ার অজুহাতে পিছিয়ে দেয়া হয় নারী ক্রিকেটারদের প্রিমিয়ার লিগ। এরপর বলা হয় ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে জাতীয় ক্রিকেট লিগ শুরু হবে। সেটাও ঠিক থাকেনি। কবে জাতীয় লিগ শুরু হবে, তার কোনো নিশ্চয়তা নেই। তারপরই হানা দেয় কোভিড-১৯ । যার প্রভাবে সবকিছু এলোমেলো হয়ে যায়।

স্থগিত হয় ২০২১ সালের জুলাইতে অনুষ্ঠিতব্য নারী বিশ্বকাপ বাছই পর্ব। এছাড়াও ২০২২ অনুর্ধ-১৯ ইউরোপীয় বাছাই পর্বও স্থগিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এ প্রসঙ্গে নাদেল বলেন, ‘সব প্রস্তুতি প্রায় শেষ করেই আমরা যখন অনুশীলন শুরুর প্রস্তুতি নিচ্ছিলাম, তখনই হানা দেয় কোভিড-১৯ মহামারি। মেয়েদের তাই নিজেদের বাড়িতে ব্যায়াম করে ফিটনেস ধরে রাখার পরামর্শ এবং তাদেরকে একটি গাইডলাইনও দেয়া হয়েছে। নাদেল আরো বলেন, ‘বিশ্বকাপ আয়োজিত না হলেও যে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল গঠন বাধাগ্রস্ত হবে, তা আমি মনে করি না। নারী বিশ্বকাপের দল গঠনের জন্য পাইপলাইন সমৃদ্ধ করতেও আমাদেরকে এ দল গঠন করতে হবে।

তিনি বলেন, ‘দীর্ঘ সময় ধরে আমরা নারী ক্রিকেটকে এগিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছি। এ জন্য অনেক পরিকল্পনা করা হয়েছে। ধীরে ধীরে আমাদের নারী দল বিশ্ব সেরাদের বিপক্ষে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে সক্ষম হবে। তাই আমরা মনে করি অনূর্ধ্ব-১৯ নারী দল গঠন করতে পারলে সেটি আমাদের কাজে আসবে। এছাড়া করোনা কারনে খেলা না থাকায় ক্ষতিগ্রস্ত ১৫০ জন নারী ক্রিকেটারদের ইতোমধ্যে আর্থিক সহায়তা দিয়েছে ক্রিকেট বোর্ড। করোনা ভাইরাসের সংক্রমণ আরো দীর্ঘায়িত হলে সেক্ষেত্রে ধারাবাহিক আর্থিক প্রনোদনা দেয়ার পরিকল্পনা রয়েছে বিসিবির। সবকিছু ঠিক থাকলে আসন্ন কোরবানি ঈদের পর থেকে সারাদেশ থেকে বাছাইকৃত ও জাতীয় দলের সদস্যদের নিয়ে শুরু হবে নারী ক্রিকেটারদের অনুশীলন ক্যাম্প। অনুশীলন চলাকালিন ৪২ ক্রিকেটারকে ৩টি দলে বিভক্ত করা হবে। পদ্মা একাদশ, মেঘনা একাদশ ও যমুনা একাদশে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলবে।

ক্যাম্পে ডাক পাওয়া ৪২ নারী ক্রিকেটার হলেন : রুমানা আহমেদ, জাহানারা আলম, সানজিদা ইসলাম, সালমা খাতুন, ফারাজানা হক, রিতু মনি, নিগার সুলতানা, সুরাইয়া আজমিন, পান্না ঘোষ, শারমিন আক্তার সুপ্তা, আয়শা রহমান, খাদিজাতুল কুবরা, শায়লা শারমিন, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন, শারমিন সুলতানা, মোর্শেদা খাতুন, জান্নাতুল ফেরদৌস সুমনা, নুজহাত তাসনিয়া টুম্পা, লতা মন্ডল, তৃপ্তি মন্ডল, শামীমা সুলতানা, সানজিদা জান্নাত, লিলি রানি, শবনম মুস্তারি, তাজ নাহার, ইশমা তানজিম, পাব্রিতা রায়, লাবনি আক্তার, সানদিহা ইসলাম, ইসমত জাহান ইমু, বৈশাখি সুলতানা ইয়াসমিন, বৃষ্টি রায়, ইসমত আরা, সামিয়া আক্তার সালমা, জান্নাতুল ফেরদৌস তিথি, পূজা চক্রবর্তী, আয়েশা আক্তার, নিপা আক্তার, তানিয়া সরকার ইলা, হ্যাপি আলম ও সোহেলি আক্তার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English