শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

ঈদে বিটিভিতে প্রচার হবে চারটি বিশেষ নাটক

বিনোদন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৮১ জন নিউজটি পড়েছেন
ঈদে বিটিভিতে প্রচার হবে চারটি বিশেষ নাটক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবার বিটিভিতে প্রচার হবে চারটি বিশেষ নাটক। ্ এই বিশেষ চারটি নাটক হচ্ছে ‘ফুফুর ঈদ’, ‘শূন্য ঘরে পূর্ণ জীবন’, ‘বিবাহ বিভ্রাট’ ও ‘আহ্লাদে আটখানা’।

বিটিভির অনুষ্ঠান বিভাগের পক্ষ থেকে জানানো হয়, ঈদের আগের দিন রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে নাটক ‘ফুফুর ঈদ’। ফজলুল করিমের রচনায় এটি প্রযোজনা করেছেন শাহ জামান মিয়া। অভিনয় করেছেন দিলারা জামান, মাহমুদ সাজ্জাদ, মিলি বাশার, আল মামুন, মুনিরা মেমি, রওনক হাসান ও মিম চৌধুরী।

নাটকে দেখা যাবে তাহমিনা ছাত্রজীবনে সাহেদকে ভালবাসে। ঈদের উপহার হিসেবে সাহেদ তাহমিনাকে একটি শাড়ি উপহার দেয়, কিন্তু উপহার দিয়ে যাওয়ার সময় রাজাকার সাহেদকে মেরে ফেলে; সেই থেকে তাহমিনা ঈদের দিন কোনো নতুন কাপড় পরে না। নানা ঘটনায় তাহমিনার জীবন অতিবাহিত হয়।

মাসুম রেজার রচনা এবং ঈমাম হোসাইনের প্রযোজনায় ঈদের দিন রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে বিশেষ নাটক ‘শূন্য ঘরে পূর্ণ জীবন’। অভিনয় করেছেন আনিসুল ইসলাম, ফারহানা মিলি, আফজাল শরীফ, সাবেরী আলম, জিয়ায়ুল হাসান কিসলু, শিরিন আলম, ডা. এজাজ, মোস্তাফিজুর রহমান, সুষমা সরকার, ডেভোরা সিলভিয়াসহ অনেকে।

ঈদের দ্বিতীয় দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর প্রচার হবে নাটক ‘বিবাহ বিভ্রাট’। রেজাউর রহমান ইজাজের রচনায় এটি প্রযোজনা করেছেন আবু তৌহিদ। নাটকে দেখা যাবে টেলিফোনে বিয়ের দিন এখন আর নেই। অনলাইনই এখন টেলিফোনের জায়গা দখল করে নিয়েছে। আত্মীয়-পরিজন নিয়ে পাত্রপাত্রীরা অনলাইনে হাজির হচ্ছে। কাজীও যুক্ত হচ্ছে অনলাইনে। তারপর কলেমা পড়ে বিয়েটা হয়ে যাচ্ছে। এখন করোনাকাল। তাই বলে কি বিয়ে থেমে থাকছে? কিন্তু সমস্যা হচ্ছে অনলাইনে গোপন বলে আর কোনো কিছু থাকছে না। যা অনেক সময় সৃষ্টি করছে বিভ্রাটের। এই নাটকে অভিনয় করেছেন ইমতু রাতিশ, নাদিয়া, মনিরা মিঠু, ঝুনা চৌধুরী, আব্দুল্লাহ রানা, স্বপ্না বেগম, মাসুদুজ্জামান, হাফিজুর রহমান সুরুজ, রফিকুল্লাহ সেলিম, ডেভোরা কুইয়া, তারিকুজ্জামান তপন, কাজী আল আমিন, মনিকা প্রমুখ।

মাতিয়া বানু শুকুর রচনায় এবং মাহবুবা ফেরদৌসের প্রযোজনায় নাটক ‘আহ্লাদে আটখানা’ প্রচার হবে ঈদের তৃতীয় দিন রাত ৮টার বাংলা সংবাদের পর। নাটকটিতে অভিনয় করেছেন সাজু খাদেম, ঊর্মিলা শ্রাবন্তী কর, মাসুম বাসার, শিল্পী সরকার অপু, রিমি করিম, আলমগীর কবির, মনোয়ার হোসেন, কাজী শামসুর রহমানসহ অনেকে।

নাটকে দেখা যাবে তিন মেয়ে নিয়ে আকবর সাহেবের সংসার। আকবর সাহেব প্রচণ্ড রাগী। তার সামনে মুখ ফুটে কোনো কথা বলতে পারে না তার মেয়েরা, এমনকি স্ত্রী মনিরাও ভয় পায় তাকে। এই সংসারে আকবর সাহেব যা সিদ্ধান্ত নেয়, তা-ই ফাইনাল। বড় দুই মেয়ের বিয়ে দিয়েছে নিজে পছন্দ করে। কিন্তু কোথাও একটা ভুল হয়েছে, দুটো মেয়ের কেউই বিশেষ সুখী হয়নি সংসারে। এবারে পালা ছোট মেয়ে নায়লার। এ বেলায় এসে আকবর সাহেব নীরব। সে ছোট মেয়ের জন্য কোনো পাত্রই দেখছে না। এদিকে বাবার ভয়ে নায়লা এ পর্যন্ত কারও সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায়নি। তাহলে এখন কী হবে? এই মেয়ের বিয়ে হবে কার সঙ্গে? দেখতে চোখ রাখতে হবে বিটিভিতে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English