ঈশ্বরদীর পশ্চিমটেংরির দরিনারিচা এলাকায় অভিযান চালিয়ে ১৫০০ লিটার দেশী বাংলা মদসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবিরের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
এসময় সুইপার কলোনি এলাকার কার্তিক (৩০), মহেশ (৪০) এবং জিতুন (২৫) নামের তিন জনকে আটক করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় আরো কয়েকজন পালিয়ে যায় বলে তিনি জানিয়েছেন।