সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

উন্নয়নের ছায়াতলে সকলেই একত্রিত হবে ইনশাল্লাহ: নিক্সন চৌধুরী

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৩ জন নিউজটি পড়েছেন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পুলিয়া বাজারে শনিবার বিকালে ফরিদপুর-৪ আসনের এমপি নিক্সন চৌধুরীর সাথে একাত্মতা প্রকাশ করে যোগদান সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এমপি নিক্সন চৌধুরী বলেন, ‘বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন দিয়ে বাংলাদেশকে বিশ্ব দরবারে রোল মডেল হিসাবে পরিচিত করিয়েছেন। আমি তারই আশীর্বাদ পুষ্ট হয়ে ফরিদপুর-৪ আসনের জনগণ ও আমার নেতা-কর্মীদের সাথে নিয়ে উক্ত আসনটিতে ব্যাপক উন্নয়ন দিয়ে দেশের মধ্যে মডেল আসন হিসাবে রূপ দিতে সক্ষম হয়েছি। আগামীতেও জনগণকে সাথে নিয়ে দেশের উন্নয়নের স্বার্থে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করব। আজ ফরিদপুর-৪ আসনের সঠিক উন্নয়ন ও মূল্যায়ন দেখে আওয়ামী লীগের প্রেসেডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহর এক সময়ের সমর্থিত শতাধিক নেতা-কর্মী আমার সাথে একাত্মতা প্রকাশ করে আমার হাতকে আরও শক্তিশালী করেছে। আমি বিশ্বাস করি উন্নয়নের ছায়াতলে সকলেই একত্রিত হবে ইনশাল্লাহ।’

চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন খালাশির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, আওয়ামী লীগ নেতা এ্যাপোলো নওরোজ ও ওবায়দুর রহমান মামুন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই ফরিদপুর-৪ আসনের এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এর হাতে ফুল দিয়ে যোগ দেন আজিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শরীফ সাঈদুজ্জামান, কালামৃধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম খলিফা ও যুবলীগের সভাপতি মামুন সিকদারসহ শতাধিক নেতা-কর্মী যোগদান করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English