শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

উপবৃত্তি পেতে শিক্ষার্থীদের তথ্য সংশোধন যেভাবে

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ৩ মে, ২০২১
  • ৬৬ জন নিউজটি পড়েছেন
এসএসসি-এইচএসসি পরীক্ষা হবে ৩ বিষয়ে

২০২০ সালে ষষ্ঠ ও নবম এবং ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা জিটুপি পদ্ধতিতে শিক্ষার্থীদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। কিন্তু কিছু শিক্ষার্থীর ব্যাংক অ্যাকাউন্ট নম্বর বা তথ্যে ভুল থাকায় উপবৃত্তির টাকা পাঠাতে পারেনি প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচি। উপবৃত্তির টাকা পেতে এসব শিক্ষার্থীর তথ্য সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানকে। এইচএসপি-এমআইএস সার্ভারে ৭ মে পর্যন্ত উপবৃত্তির তথ্য সংশোধনের সুযোগ পাচ্ছেন প্রতিষ্ঠানপ্রধানেরা। সমন্বিত উপবৃত্তি কর্মসূচি থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের চিঠি পাঠিয়ে এসব তথ্য জানানো হয়েছে।

এইচএসপি-এমআইএস সার্ভারে শিক্ষার্থীদের ভুল তথ্যগুলোর মধ্যে রয়েছে অ্যাকাউন্ট নম্বর ভুল, ব্যাংক বা মোবাইল ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর অন্য ব্যাংকে দেখানো, হিসাবধারীর নামের বানানের সঙ্গে অ্যাকাউন্টের নামের বানান মিল না থাকা ইত্যাদি।

করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এসব ভুল তথ্য সংশোধনের বিষয়ে ব্যাংক বা মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের প্রতিনিধিদের প্রয়োজনীয় সহযোগিতা দিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের বলেছে সমন্বিত উপবৃত্তি কর্মসূচি। ভুল অ্যাকাউন্ট বা তথ্যের কারণে যেসব শিক্ষার্থীর উপবৃত্তি টাকা পাঠানো সম্ভব হয়নি, তাদের তালিকা এইচএসপি-এমআইএস সার্ভারে উন্মুক্ত করা হয়েছে। ৭ মের মধ্যে সার্ভারে এসব তথ্য সংশোধন করতে বলা হয়েছে।

যেভাবে তথ্য সংশোধন
*এইচএসপি-এমআইএস সার্ভারে প্রবেশ মেনুবার অনুসরণ করে ‘উপবৃত্তি প্রাপ্য শিক্ষার্থী’ বাটনে ক্লিক করতে হবে। এরপর ‘শিক্ষার্থীর তথ্য আপডেট’ বাটনে ক্লিক করতে হবে।
* ‘শ্রেণি’ অপশনে ক্লিক করে শ্রেণি সিলেক্ট করতে হবে। এবার ‘শিক্ষার্থীর অবস্থা’ অপশনে ক্লিক করে ‘ভুল পেমেন্ট তথ্য’ সিলেক্ট করে ‘খুঁজুন’ বাটনে ক্লিক করতে হবে।
* এবার শিক্ষার্থীর নামের তালিকায় ‘কলম’ সদৃশ এডিট বাটনে ক্লিক করে শিক্ষার্থীর ভুল তথ্য সংশোধন করতে হবে। এরপর ‘সংরক্ষণ করুন’ বাটনে ক্লিক করতে হবে।

*বিস্তারিত দেখুন এখানে

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English