১১ অক্টোবর থেকে একটি ওয়ানডে সিরিজ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই টুর্নামেন্টে খেলবেন না মাশরাফি বিন মর্তুজা। বিসিবির পরিকল্পনায় থাকা কর্পোরেট টি-টোয়েন্টি দিয়ে মাঠের লড়াইয়ে ফিরতে উদগ্রীব তিনি। সে লক্ষ্যে আগামী ১০-১১ অক্টোবর থেকে মিরপুরে অনুশীলন শুরু করতে পারেন ম্যাশ।
এরআগে বিসিবির সঙ্গে যোগাযোগ করে মাঠে অনুশীলনের ব্যবস্থা করে নিতে হবে মাশরাফিকে। কারণ বর্তমানে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকে অনুশীলন করছেন ক্যাম্পে ডাক পাওয়া ২৭ ক্রিকেটারের ২৬ জন। মাশরাফি জৈব সুরক্ষা বলয়ের অংশ না হওয়ায় তাকে আলাদাভাবে অনুশীলন করতে হবে।
দীর্ঘদিন পর মাঠে ফেরা প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘দীর্ঘদিন ক্রিকেট থেকে বাইরে ছিলাম। বাসায় টুকটাক ফিটনেস নিয়ে কাজ করা হয়েছে। প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে হলে অনুশীলন করে তারপর নিজেকে প্রস্তুত করতে হবে। আগামী কয়েকদিন ঢাকার বাইরে থাকব। ঢাকায় ফিরে বিসিবির সঙ্গে যোগাযোগ করে ৪-৫ দিনের মধ্যে অনুশীলন শুরু করব।’
গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলেন মাশরাফি। ওই সিরিজেই ওয়ানডের অধিনায়কত্ব ছাড়েন তিনি। এরপর কোনো ধরণের ম্যাচ খেলা হয়নি তার। বলা যায় গত ৮ মাস ধরে ক্রিকেট থেকে দূরে ছিলেন মাশরাফি। মাঝে করোনাভাইরাসের সঙ্গেও লড়তে হয়েছে তাকে।