বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

এক লাফে আট নম্বরে আফ্রিদি

খেলা ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৭১ জন নিউজটি পড়েছেন
এক লাফে আট নম্বরে আফ্রিদি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্টের জয়ের নায়ক পাকিস্তানের বাঁ-হাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। কিংস্টন টেস্টে ৯৪ রানে ১০ উইকেট নিয়েছেন তিনি। যার সুবাদে আইসিসি টেস্ট বোলিং র‌্যাংকিংয়ে তালিকায় আট নম্বরে উঠেছেন আফ্রিদি। তার রেটিং এখন ৭৮৩।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ হওয়া সিরিজে ১৮ উইকেট নিয়ে সিরিজের সেরাও হন আফ্রিদি। এই প্রথমবারের মতো টেস্ট র‌্যাংকিংয়ে বোলার তালিকায় সেরা দশে জায়গা করে নেন তিনি। একমাত্র পাকিস্তানী হিসেবে বর্তমান বোলিং র‌্যাংকিংয়ে সেরা দশে আছেন আফ্রিদি। এটি তার ক্যারিয়ার সেরা র‌্যাংকিং। তার আগের সেরা র‌্যাংকিং ছিলো ১৮তম।

আফ্রিদির মত র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে ব্যাটসম্যান ফাওয়াদ আলমের। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে অপরাজিত ১২৪ রান করেন তিনি। ফলে র‌্যাংকিংয়ে ৩৪ ধাপ এগিয়ে ২১তম স্থানে আছেন ফাওয়াদ। এটি তার ক্যারিয়ারের সেরা র‌্যাংকিং।

টেস্টের দুই ইনিংসে ৭৫ ও ৩৩ রান করেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। এক ধাপ এগিয়ে সপ্তমস্থানে আছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ছয় ধাপ এগিয়ে ব্যাটিং তালিকায় ৩৭তম স্থানে আছেন জেসন হোল্ডার।

প্রথম টেস্টের সেরা খেলোয়াড় ওয়েস্ট ইন্ডিজের পেসার জেইডেন সিলেস সিরিজে ১১ উইকেট নিয়ে র‌্যাংকিংয়ে ৫৪ম স্থানে উঠেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English