রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

এক শিশুর রক্ষাকবচ

অনলাইন সংস্করণ
  • প্রকাশিতঃ রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৪৫ জন নিউজটি পড়েছেন
শিশুর ঘুমের সমস্যা: অভিভাবকদের করণীয় কী

বিজ্ঞানের জগতে যুগান্তকারী ঘটনা। করোনাভাইরাসের রক্ষাকবচ নিয়েই জন্ম হলো একটি শিশুর। অ্যান্টিবডি শরীরে নিয়েই জন্ম নিল সে । এই ধরনের ঘটনা প্রথমবার ঘটলো। শিশু বিশেষজ্ঞরা জানিয়েছেন, শিশুটির মা গর্ভবতী থাকাকালীন প্রথম করোনার টিকা নিয়েছিলেন। মায়ের সঙ্গে সঙ্গে তার গর্ভে থাকা শিশুটির শরীরে অ্যান্টিবডি তৈরি হয় যা করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে। এনডিটিভি সূত্রের খবর, এই ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার। এটি সারা বিশ্বজুড়ে করোনার গবেষণায় একটি যুগান্তকারী ঘটনা হিসেবে বিবেচিত হয়েছে।
দক্ষিণ ফ্লোরিডা ৩৬ সপ্তাহের গর্ভকালীন এক মহিলা ভ্যাকসিন নিয়েছিলেন এবং তিন সপ্তাহ পরে তিনি একটি সুস্থ শিশুর জন্ম দেন। চিকিৎসকরা শিশুর দেহ থেকে রক্ত নিয়ে টেস্ট করেন এবং সেই পরীক্ষায় করোনার অ্যান্টিবডি পাওয়া গেছে। ফ্লোরিডার এক সংবাদপত্রে উল্লেখ করা হয়েছে, শিশুর নারীর রক্ত জন্মের ঠিক পরেই নেয়া হয়েছিল । তবে এই ঘটনা নিয়ে পর্যালোচনা এখনো চলছে | ভ্যাকসিন নেয়ার তিন সপ্তাহ পর ওই মহিলা শিশুটির জন্ম দেন। আমেরিকার অধ্যাপক পল বলেন, আমরা এই ধরনের ঘটনা প্রথমবার দেখলাম যেখানে গর্ভবতী থাকাকালীন ভ্যাকসিন নেয়ার পর তার সদ্যজাত শিশুর মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়েছে| চিকিৎসকরা জানিয়েছেন, ওই মহিলা টিকাকরণের স্বাভাবিক ২৮ দিন পর দ্বিতীয় ডোজ নিতে পারবেন ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English