শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

‘এখনও অনেক বাকি’ সাকিবকে কেকেআর

খেলা ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ৪৯ জন নিউজটি পড়েছেন
‘এখনও অনেক বাকি’ সাকিবকে কেকেআর

২০০৭ সালের মে ১৮, বাংলাদেশ দলে অভিষেক হয়েছিল সাকিব আল হাসানের। সেদিন কে জানতো সেই সাকিব হয়ে উঠবেন বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সেরা খেলোয়াড়!

দিন যত গড়িয়েছে, সাকিব ততোই পরিণত হয়েছেন। নিজেকে প্রমাণ করে পাল্লা দিয়েছেন দুনিয়ার সব সেরা ক্রিকেটারদের সঙ্গে। পেছনে ফেলেন নিভে যাওয়া অনেক তারকাদের।

আজ সাকিবের টেস্ট অভিষেকের ১৫ বছর পূর্ণ হয়েছে। তার এই বিশেষ দিনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স জানিয়েছে শুভ কামনা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে কেকেআর মনে করিয়ে দিয়েছে এখন পর্যন্ত সাকিবের টেস্ট রান ও উইকেটের সংখ্যা। সঙ্গে জুড়ে দিয়েছেন একটা লাইনও ‘৩ হাজার ৯৩০ রান, ২১০ উইকেট। এখনও অনেক বাকি।’

কেকেআরের পোস্টে স্মরণ করিয়ে দিয়েছে, ‘২০০৭ সালের আজকের এই দিনে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল সাকিব আল হাসানের।’

পনের বছরের দীর্ঘ এই টেস্ট ক্যারিয়ারে সাকিব খেলেছেন মাত্র ৫৭টি টেস্ট। যেখানে ১০৬ ইনিংসে ব্যাট করে ৩৯.৬৯ গড়ে করেছেন ৩ হাজার ৯৩০ রান। রয়েছে ৫টি শতক ও ২৫টি অর্ধশতক। বল হাতে ৩.০১ ইকোনমিতে নিয়েছেন ২১০টি উইকেট। ম্যাচে ২বার ১০ উইকেট নেয়ার সঙ্গে রয়েছে ১৮বার ৫ উইকেট করে নেয়ার কৃতিত্ব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English