সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

এগিয়ে গিয়েও জয় পায়নি স্পেন

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ৪৩ জন নিউজটি পড়েছেন

বুধবার রাতে নেদারল্যান্ডসের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে খেলতে নেমেছিল ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। শুরুর দিকে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত জয়ের মুখ দেখেনি সার্জিও রামোসের দল। ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে। স্পেনের গোলটি সার্জিও কানালেসের। নেদারল্যান্ডসের হয়ে গোলটি করেছেন ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার বেন ডি বিক।

নেদারল্যান্ডসের মাঠে এদিন ম্যাচের ১৮তম মিনিটে স্ট্রাইকার আলভারো মোরাতার পাসে কানালেসের গোলে এগিয়ে যায় স্পেন। প্রথমার্ধে আরও কয়েকটি গোলের সুযোগ তৈরি করেছিল সফরকারী দল৷ কিন্তু কোনো বার লক্ষ্যভেদ করা হয়নি। বিরতিত থেকে ফিরে ২ মিনিটের মধ্য ম্যাচে ঘুরে দাঁড়ায় নেদারল্যান্ডস। এ সময় ওয়েন ওইন্ডালের পাস থেকে লক্ষ্যভেদ করেন বেন ডি বিক। ৬৯তম মিনিটে মেমফিস ডিপাইয়ের অবিশ্বাস্য ব্যর্থতায় এগিয়ে যাওয়া হয়নি নেদারল্যান্ডসের। ডান দিক থেকে সতীর্থের পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে সময় নিয়ে দুর্বল শট নেন অলিম্পিক লিওঁর ফরোয়ার্ড।

আট মিনিট পর ডি-বক্সে বল পেয়ে আবারও গোলরক্ষকের পরীক্ষা নিতে ব্যর্থ হন বার্সেলোনার টার্গেট ডিপাই। ৮৭তম মিনিটে লুক ডি ইয়ং আরেকটি ভালো সুযোগ নষ্ট করলে জয়ের স্বাদ অপূর্ণই রয়ে যায় ডি বোরের নেদারল্যান্ডসের। নেশন্স লিগে আগামী শনিবার সুইজারল্যান্ডের মাঠে খেলবে স্পেন। পরদিন নেদারল্যান্ডস ঘরের মাঠে খেলবে বসনিয়া-হার্জেগোভিনার মাঠে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English