প্রেসিডেন্ট বদলের ফলে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ নীতিতে কোনো পরিবর্তন আসবে বলে মনে করেন না জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন দক্ষ রাজনীতিক ও কূটনীতিক। বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার রাজনৈতিক ও আদর্শিক পার্থক্য থাকলেও বাংলাদেশ নীতি খুব একটা আলাদা হবে বলে মনে হয় না। তবে মানবাধিকার ও গণতন্ত্রের প্রশ্নে বাইডেন প্রশাসন ট্রাম্প সরকারের চেয়ে বেশি সংবেদনশীল হতে পারে।
রোববার দেওয়া প্রতিক্রিয়ায় জি এম কাদের আরও বলেন, জো বাইডেন ২০০৯ সাল থেকে আট বছর সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার জমানায় ভাইস প্রেসিডেন্ট ছিলেন। সে সময় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক যেমন ছিল, এখনও তাই হতে পারে।
বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেন, ডোনাল্ড ট্রাম্প ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট বারাক ওবামার কড়া সমালোচনা করে ক্ষমতায় এলেও দক্ষিণ এশীয় নীতিতে পরিবর্তন আনেননি। এ অর্থে ওবামা-বাইডেন জমানার নীতি এখানও চলছে। বাইডেনের ক্ষমতায় ফেরায় তাতে বদলের সম্ভাবনা নেই।