সুপ্রিম কোর্টের এফিডেভিট শাখায় অভিযান চালিয়ে ৪৩ আইনজীবী সহকারীকে আটক করা হয়েছে। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। করোনাকালে স্বাস্থ্যবিধি অনুসরন না করা, শাখায় অযাচিত অবস্থান করাসহ নানা অনিয়মের অভিযোগে পুলিশ ৪৩ আইনজীবী সহকারীকে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে যান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। পরে মুচলেকা নিয়ে তাদেরকে ছাড়িয়ে নেন সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
তিনি সাংবাদিকদের বলেন, সুপ্রিম কোর্ট সবোর্চ্চ আদালত। এখানে ঘুষ, দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে যুদ্ধ চলছে। এ যুদ্ধে আমরা সকলে শরিক হতে চাই। তবে প্রশাসনিক সহযোগিতা ছাড়া আমাদের কাজ করা সম্ভব না। তাই আমাদের কিছু নিয়ম রয়েছে, আমাদের এসব নিয়ম মেনে চলতে হবে। ভবিষ্যতে আর এমন হবে না বলে আমরা সকলকে সতর্ক করে দিয়েছি।