রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

এবারের বিপিএল আয়োজন সম্ভব না

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ৪৩ জন নিউজটি পড়েছেন

করোনা সঙ্কট কাটিয়ে মাঠে গড়িয়েছে বিসিবি প্রেসিডেন্টস কাপ ক্রিকেট। রবিবার ( ১১ অক্টোবর) মাহমুদউল্লাহ একাদশ ও নাজমুল শান্তর একাদশের মধ্যে দিবা-রাত্রির ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হয়। তিন দলের এই ওয়ানডে টুর্নামেন্ট শেষে শুরু হবে আরেকটি টি-টোয়েন্টি লিগ। পরিকল্পনা চলছে ঘরোয়া লিগ নিয়েও। তবে বিসিবি সভাপতি, এবারের বিপিএল আয়োজন নিয়ে দ্বিধায় রয়েছেন। রবিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন নিয়ে কোনো পরিকল্পনা নেই বিসিবির।

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে স্থগিত হয়ে গেছে বিশ্বের অনেক বড় বড় ক্রীড়া আসর। অদৃশ্য এই ভাইরাসের ছোঁয়া পড়েছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও। টাইগারদের বেশ কয়েকটি সিরিজ এরইমধ্যে স্থগিত হয়ে গেছে। করোনার কারণে এ বছর হচ্ছে না বিপিএলও। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এ ব্যাপারে নাজমুল হাসান বলেন, ‘এ বছর বিপিএল হচ্ছে না। আগামী বছর পরিস্থিতি পর্যবেক্ষণ করে চিন্তা-ভাবনা করা হবে। কোনো খেলাই আমরা বাদ দিতে চাচ্ছি না। কিন্তু সবকিছুই এখন পরিস্থিতির ওপর নির্ভর করছে। বিপিএলের কথা বললেই সবার আগে মাথায় আসে বিদেশি খেলোয়াড়দের কথা ও প্রোডাকশনের কথা। এইগুলো যদি আনতে পারি তাহলে করা যাবে।’

গত আসরে নিজেদের অধীনে বিপিএল পরিচালনা করেছিল বিসিবি। আগামীতে তেমনটা হবে কি না, এমন এক প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, ‘প্রথম কথা, আমরা বিপিএল করব কি না। করলে কবে করব, এরপর চিন্তা করব, ফ্র্যাঞ্চাইজি দেব নাকি আমরাই চালাব। তা পরে ঠিক করব। আমাদের কাছে খেলাটাই গুরুত্বপূর্ণ।’

বাংলাদেশের মতো ভারতেও করোনার অবস্থা নাজুক। তাই দুবাইতে হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আগামী বছর পরিস্থিতি ঠিক না হলে বিসিবির তেমন কোনো পরিকল্পনা থাকবে কি না, জানতে চাইলে নাজমুল হাসান বলেন, ‘দেশের বাইরে এটা (টুর্নামেন্ট) সহজ নয়। বাংলাদেশে চালাতে গিয়েই আমাদের ফ্র্যাঞ্চাইজিগুলোর খুব কষ্ট হয়। সেখানে দেশের বাইরে টুর্নামেন্ট আয়োজন করা আমাদের পক্ষে সম্ভব নয়।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English