শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

এবার ফুটবলার রেজিস্ট্রেশনের পালা বসুন্ধরার এএফসি কাপ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ৫৬ জন নিউজটি পড়েছেন

গতবছর ঢাকা আবাহনী যে রেজাল্ট করেছিল এএফসি কাপে এবার কমপক্ষে সে পর্যন্ত যেতে চায় বসুন্ধরা কিংস। প্রথম ম্যাচে মালদ্বীপের টিসি স্পোর্টসকে ৫-১ গোলে হারিয়ে ‘ই’ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার ইংগিতও দিয়েছে বাংলাদেশের ক্লাবটি। তবে যে দল নিয়ে তাদের প্রথম ম্যাচ খেলা এবারের এএফসি কাপে সে দলকে তারা পাচ্ছে না ২৩ অক্টোবর থেকে পুনরায় শুরু হওয়া আসরে। কোস্টারিকার ড্যানিয়েল কলিনড্রেস চলে গেছেন।

তিনি এখন নিজ দেশের চ্যাম্পিয়ন দলের সদস্য। বাকী বিদেশীদের মধ্যে শুধু রাখা হচ্ছে আর্জেন্টিনার হারনান বার্কোসকে। বাদ দেয়া হচ্ছে দেলমন্তে, বখতিয়ার এবং নাজারভকে। কিন্তু এদের বিকল্প যে বিদেশী নেবে সেই আনুষ্ঠানিক সময়টা জানা হচ্ছিল না। ফিফা এই ট্রান্সফার উইন্ড ঘোষণা করছিল না। অবশেষে গত পরশু এএফসি জানায়, এখন ক্লাব গুলো এএফসি কাপের জন্য নতুন ফুটবলার রেজিস্ট্রেশন করতে পারবে। তা চলবে ৮ অক্টোবর পর্যন্ত। ফলে নতুন বিদেশী প্রায় চূড়ান্ত করে ফেলা বসুন্ধরা কিংস এখন সম্পন্ন করতে যাচ্ছে তাদের আনুষ্ঠানিকতা।

তবে সব ফাইনাল হওয়ার আগ পর্যন্ত নতুন বিদেশীর নাম জানাচ্ছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবং ফেডারেশন কাপ চ্যাম্পিয়নরা। ফ্রান্সের ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে খেলা ম্যাথু ভালবুয়েনাকে নেয়াটা এক প্রকার নিশ্চিত। সাথে ব্রাজিল জাতীয় দলের হয়ে ৪০টির মতো ম্যাচ খেলা এক ফুটবলারকেও এবার দেখা যাবে বসুন্ধরা কিংসে। ক্লাব কর্তৃপক্ষ এখন এই সাথে সব আনুষ্ঠানিকতা সম্পন্নের অপেক্ষায়। সে সাথে স্থানীয় কয়েক ফুটবলারকেও নিতে পারে দলের ইনজুরি আক্রান্ত ফুটবলারদের বিকল্প হিসেবে। অবশ্য আগে পরীক্ষা করা হবে পুরাতন ফুটবলারদের ফিটনেস। এই কাতারে আছেন মতিন মিয়া, আতিকুর রহমান ফাহাদ, সুশান্ত ত্রিপুরা এবং মাশুক মিয়া জনি। তারা তাতে উৎরাতে না পারলে নতুনদের নেয়ার পরিকল্পনা।

করোনার এই দু:সময়ে ফিফার নির্দেশনা মেনেই পাঁচ ফুটবলার বদলের নিয়ম এএফসি কাপেও। তবে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে আরেকজন খেলোয়াড় বদলের সুযোগ পাওয়া যাবে। সে সাথে উভয় দল যদি একই সময়ে ফুটবলার বদল করে তাহলে তা একটি ফুটবলার বদল বলেই বিবেচিত হবে। তবে এই পাঁচ ফুটবলার বদলটা করতে হবে তিন বারে।

আরেকটি নিয়ম করেছে এএফসি। আগে যে ফুটবলারদের জার্সী নাম্বার রেজিস্ট্রেশন করা হয়েছে এবার সেই জার্সীতে অন্য কোনো ফুটবলার খেলতে পারবে না। মানে ওই নাম্বার খালিই থাকবে। নতুন কেউ এলে তাকে দিতে হবে নতুন জার্সী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English