সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

এবার ভারতে এসে ধর্ষণের শিকার ৩৭ বছরের মার্কিন নারী

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৪৬ জন নিউজটি পড়েছেন

এবার ভারতে এসে ধর্ষণের শিকার হয়েছেন ৩৭ বছর বয়সী এক মার্কিন নারী। ভারতের ঋষিকেশ শহরে এসে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। ঋষিকেশ পুলিশ গতকাল বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।

এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, যোগ ব্যায়ামের প্রতি ব্যাপক ঝোঁক রয়েছে ওই নারীর। তার অভিযোগ, ঋষিকেশের বাসিন্দা অভিনব রায় তার ব্যালকনি দিয়ে চুপি চুপি ঘরে প্রবেশ করেন। গত ৫ অক্টোবর তাকে ধর্ষণ করা হয়।

তবে অভিযুক্তের দাবি, ৫ অক্টোবরের আগে নিজের ফ্ল্যাটে ওই নারীকে নিয়ে গিয়ে শারীরিক সম্পর্কে জড়িয়েছেন। ওই নারী মাদকাসক্ত এবং যোগ ব্যায়ামের ঝোঁক আছে।

এদিকে মার্কিন নারীর দাবি, অভিযোগ তুলে নেওয়ার জন্য আসামিপক্ষ চাপ দিচ্ছে। এ কারণে নিজের নিরাপত্তা চেয়েছেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English