সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

এবার মাদককাণ্ডে করণ জোহরকে সমন

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ৫২ জন নিউজটি পড়েছেন

এবার মাদক মামলায় সমন জারি করা হয়েছে বলিউডের জনপ্রিয় পরিচালক করণ জোহরকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওর ব্যাখ্যা দেয়ার জন্য তাকে এনসিবির মুখোমুখি হতে হবে।

বৃহস্পতিবার রাতে ভারতের এনসিবির বরাত দিয়ে এই খবর ছেপেছে আনন্দবাজার।

কী ছিল সেই ভিডিওতে

গত বছর জুলাই মাসে করণ জোহরের বাড়িতে একটি পার্টি হয়েছিল। ২০১৯ এর ২৮ জুলাই তিনি সেই পার্টির ভিডিও পোস্ট করেছিলেন। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর মাদক মামলা শুরু হয় বলিউডে। তার পরই ওই পার্টির একটি ভিডিও সোশ্যাল পেজে ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, শহীদ কাপুর, ভিকি কৌশল, বরুণ ধাওয়ানসহ বলিউডের প্রথম সারির অভিনেতা-অভিনেত্রী নেশায় বুঁদ হয়ে আছেন। সবার চোখে-মুখে মাদকের স্পষ্ট প্রভাব দেখা গেছে।

ভিডিওতে আরও দেখা গেছে, ভিকি কৌশলের সামনে রাখা টেবিলে পাউডারের মত দেখতে মাদক দ্রব্য। এই ভিডিওর জন্য সমন জারি করা হয়েছে করণ জোহরকে।

গত সেপ্টেম্বরে করণ জোহর এই ভিডিও নিয়ে একটি বিবৃতি দিয়েছিলেন। তার দাবি ছিল, সেই পার্টিতে মাদক সেবন করা হয়েছে এই ধারণা সঠিক নয়। বিভিন্ন সংবাদমাধ্যমে এই অভিযোগ তোলা হয়েছে। আমাকে, আমার পরিবার, সহকর্মী এবং ধর্ম প্রোডাকশনকে অকারণে ঘৃণা এবং উপহাসের শিকার করা হচ্ছে।

আমি আরও একবার স্পষ্ট করে বলতে চাই, আমি মাদক সেবন করি না এবং আমি এ জাতীয় কোনো পদার্থের প্রচারও করি না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English