রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

এবার ম্যাক্রোঁর পক্ষে আমিরাতের মন্ত্রীর সাফাই

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ৫৪ জন নিউজটি পড়েছেন

পশ্চিমা সমাজের সঙ্গে ‘একীভূত’ হওয়া নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর দৃষ্টিভঙ্গি নিতে বিশ্বের মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আনোয়ার গারগাস।

জার্মানির দৈনিক ডাই ওয়েল্টকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।-খবর আল-জাজিরার

সোমবার আমিরাতের এই মন্ত্রী বলেন, ম্যাক্রোঁ তার বক্তব্যে কী বলেছেন, মুসলমানদের তা মনোযোগ দিয়ে শুনতে হবে। পশ্চিমা জগতে তিনি মুসলমানদের বিচ্ছিন্ন করতে চাননি।

এসব দেশে ভালোভাবে মুসলমানদের একীভবন দরকার বলে মনে করেন তিনি। বললেন, উগ্রপন্থা ও সামাজিক বিচ্ছিন্নতার বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি মুসলমানদের একীভূতকরণের ভালো উপায় খুঁজে বের করার অধিকার রাখে ফ্রান্স।

তিনি বলেন, ফ্রান্সে বসবাস করা মুসলমানদের একেবারে ফেলে দিতে চাচ্ছেন না ফরাসি প্রেসিডেন্ট।

এমন এক সময় আমিরাতের মন্ত্রী এই বক্তব্য দিলেন, যখন ম্যাক্রোঁর ইসলামবিদ্বেষী মন্তব্য নিয়ে বিশ্বজুড়ে মুসলমানরা বিক্ষোভ প্রদর্শন করছেন।

ম্যাক্রোঁ তার বক্তব্যে মুসলমানদের বিচ্ছিন্নতাবাদী হিসেবে আখ্যায়িত করেন। এছাড়া মহানবীকে (সা.) বিদ্রূপ করে প্রকাশিত কার্টুনকেও সমর্থন করেছেন তিনি। এতে বিক্ষোভের পাশাপাশি ফরাসি পণ্য বয়কটেরও ডাক দিয়েছেন মুসলমানরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English