জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকীর দিন দেশের তিন সংসদীয় আসনে উপনির্বাচন না করে তারিখ বদলের দাবি জানিয়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের।
নির্বাচন কমিশন আগামী ১৪ জুলাই সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনে উপনির্বাচনের ভোট গ্রহণের তারিখ ঘোষণা করায় ‘দুঃখ’ পাওয়ার কথা শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছেন তিনি।
এরশাদের ছোট ভাই জিএম কাদের তার বিবৃতিতে বলেন, “১৪ জুলাই দিনটি জাতীয় পার্টি নেতা-কর্মী ও হুসেইন মুহম্মদ এরশাদের কোটি কোটি ভক্ত অনুরাগীর কাছে অত্যন্ত আবেগঘন দিন। এই দিনে সারাদেশে পল্লীবন্ধুর সাফল্যময় জীবনী নিয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আবার ঘোষিত তিনটি উপনির্বাচনেও জাতীয় পার্টি অংশ নেবে।
২০১৯ সালের ১৪ জুলই এরশাদের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটি অধ্যায়ের অবসান ঘটে।২০১৯ সালের ১৪ জুলই এরশাদের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটি অধ্যায়ের অবসান ঘটে।“গেল বছর ১৪ জুলাই বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপ-নির্বাচনে ভোট গ্রহণ করে কোটি কোটি এরশাদপ্রেমীর অন্তরে আঘাত করেছিল নির্বাচন কমিশন। তাই পল্লীবন্ধুর মৃত্যুবার্ষিকী ১৪ জুলাইয়ের পরিবর্তে নির্বাচন কমিশন অন্য যে কোনো দিনে ভোট গ্রহণ করতে পারে।”
গত ১১ মার্চ সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী; ৪ এপ্রিল ঢাকা-১৪ আসনের আসলামুল হক এবং ১৪ এপ্রিল কুমিল্লা-৫ এর আবদুল মতিন খসরুর মৃত্যুতে তিনটি আসন শূন্য ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশন ১৪ জুলাই ভোটের দিন রেখে গত বুধবার ওই তিন আসনের উপ নির্বাচনের তফসিল ঘোষণা করে।