শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

এ বছরই মুক্তি পাবে ‘বঙ্গবন্ধু’

বিনোদন ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৫৭ জন নিউজটি পড়েছেন
এ বছরই মুক্তি পাবে ‘বঙ্গবন্ধু’

এবছরই মুক্তি পাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’।
শনিবার সংসদে এ তথ্য জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট বিল-২০২১’ সংসদে পাসের প্রক্রিয়ার সময় তিনি এ কথা বলেন।

বিল পাসের প্রক্রিয়ায় সংশোধনী প্রস্তাব তোলার সময় জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু বঙ্গন্ধুর ‘বায়োপিক’ নিয়ে প্রশ্ন করেন। এ চলচ্চিত্রে কারা অভিনয় করছেন জানতে চান বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ।

জবাবে তথ্যমন্ত্রী বলেন, “এই চলচ্চিত্রের সমস্ত মূল চরিত্রে বাংলাদেশি শিল্পীরা অভিনয় করছেন। বঙ্গবন্ধু, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব, জননেত্রী শেখ হাসিনা, শেখ রেহানাসহ সব মূল চরিত্রে বাংরাদেশি শিল্পীরা অভিনয় করছেন। যদিও এটা যৌথ প্রযোজনার ছবি। এবছর চলচ্চিত্রটি মুক্তি পাবে। এটা একটি মাইলস্টোন চলচ্চিত্র হবে।”

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের সবচেয়ে বড় বাজেটের ছবিটি নির্মাণ করছেন বলিউডের নির্মাতা শ্যাম বেনেগাল।

২০১৯ সালের মার্চে বাংলাদেশে ছবিটির দৃশ্যধারণ শুরুর কথা থাকলেও করোনাভাইরাস মহামারীর কবলে তা পিছিয়ে চলতি বছরের জানুয়ারির শেষ সপ্তাহে গড়িয়েছে।

মুম্বাইয়ের দাদাসাহেব ফিল্ম সিটি, গোঁরেগাও ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায় বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি, টুঙ্গিপাড়ার গ্রামের বাড়ির আদলে সেট সাজিয়ে দৃশ্যধারণ করা হয়েছে।

এর আগে জনমত যাচাই ও বাছাই প্রস্তাবের আলোচনায় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, “বঙ্গবন্ধুকে নিয়ে হলিউডে একটি চলচ্চিত্র নির্মাণ হচ্ছে। এর কাজ এগিয়ে চলছে। বাংলাদেশেও কাজ হয়েছে।”

বঙ্গবন্ধুর বায়োপিকের চিত্রনাট্য পড়ে গায়ে কাঁটা দিয়েছে: মাসুদ আখতার

বঙ্গবন্ধুর বায়োপিকে সুযোগ পেয়ে গর্বিত ভারতীয় অভিনেতা

বঙ্গবন্ধু চরিত্রে অভিনয়ের জন্য ১ টাকা পারিশ্রমিক নিলেন শুভ

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English