বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

ওই দশ ক্রিকেটারকে ছাড়াই ইংল্যান্ড যাবে পাকিস্তান : পিসিবি

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ২৭ জুন, ২০২০
  • ৪৬ জন নিউজটি পড়েছেন
আমিরকে ফেরাতে পিসিবির উদ্যোগ

ইংল্যান্ড সফরে যাবার আগে স্কোয়াডে থাকা পাকিস্তানের দশ জন খেলোয়াড়ের শরীরে দ্বিতীয়বারের পরীক্ষায়তেও করোনার উপস্থিতি পাওয়া গিয়েছে। তাই আক্রান্ত দশ খেলোয়াড়কে ছাড়াই ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে জাতীয় দল, এমনটাই জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিবির প্রধান নির্বাহি ওয়াসিম খান জানান, করোনা আক্রান্তরা সুস্থ হলে, তাদের করোনা নেগেটিভ হলে তারা পরবর্তীতে দলের সাথে যোগ দিবেন।

প্রথম দফায় করোনায় পজিটিভ আসে- শাদাব খান, হারিস রউফ, হায়দার আলি, ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান, ওয়াহাব রিয়াজ, ইমরান খান, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন ও কাশিফ ভাট্টির। এরমধ্যে রিজওয়ান টেস্ট ম্যাচে প্রথম পছন্দ ছিলো পাকিস্তানের। দশ ক্রিকেটারের সাথে দলের স্টাফ মালান আলিও করোনায় আক্রান্ত হয়েছেন।

এবারের ইংল্যান্ড সফরে তিনটি করে টেস্ট ও টি-২০ ম্যাচ খেলবে পাকিস্তান।

প্রথম টেস্ট ও দু’টি চারদিনের ম্যাচের জন্য প্রস্তুতির আগে ইংল্যান্ডে পৌঁছে দু’সপ্তাহ আইসোলেশনে থাকবে পাকিস্তান ক্রিকেট দল।

আগস্টে সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ম্যানচেষ্টারে। কিন্তু পাকিস্তানের বিপক্ষে সিরিজের সূচি এখনো ঘোষনা করেনি ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

পাকিস্তানে এখন অবধি করোনাভাইরাসে ২লাখ মানুষ আক্রান্ত হয়েছে। মৃত্যুবরন করেছে ৪হাজার। ব্রিটেনে আক্রান্ত হয়েছে ৩ লাখ ৯ হাজারেরও বেশি মানুষ। মারা গিয়েছে ৪৩ হাজারের বেশি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English