শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

ওয়ানডে মেজাজে তামিমের অর্ধশতক

খেলা ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ৫৯ জন নিউজটি পড়েছেন
টি–টোয়েন্টিতে নেই তামিম, টেস্টেও শঙ্কা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজটা কেটেছে দুঃস্বপ্নের মতো। এরপর নিউজিল্যান্ড সফর যেন বাকি দুই ফরম্যাটেও বিভীষিকার মুখে দাঁড় করিয়ে দিয়েছিল বাংলাদেশকে। সেই দুঃসময়কে পেছনে ফেলার লক্ষ্যেই সিরিজের প্রথম টেস্টে আজ শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। শ্রীলঙ্কার ক্যান্ডিতে চলমান এই টেস্টের সর্বশেষ খবর জানাচ্ছে ঢাকাপোস্ট

ক্যান্ডিতে বুধবার সকাল থেকে যে টেস্ট ম্যাচ শুরু হয়েছে, তা তামিম ইকবালের ব্যাটিং দেখে বোঝার উপায়ই নেই। খেলছেন রান-বলে পাল্লা দিয়ে, ম্যাচের প্রথম দুই ঘণ্টাতেই মেরেছেন দশটি চার। যার সুবাদে ক্যারিয়ারের ২৯তম অর্ধশতকও পেয়ে গেছেন তিনি।

বাংলাদেশ ৭৩-১

তামিমে ভর করে বাংলাদেশের ফিফটি

অল্প রানে সাইফকে হারানোর পর থেকেই তামিম আছেন মারমুখী রূপে। এখন পর্যন্ত রান তুলছেন ১০০’র বেশি স্ট্রাইকরেটে। যাতে ভর করেই বাংলাদেশ পৌঁছে গেছে দলীয় অর্ধশতকে।

বাংলাদেশ ৫০-১

শুরুতেই ফিরলেন সাইফ হাসান

বিশ্ব ফার্নান্দোর বলটা দারুণভাবে ভেতরে ঢুকে সাইফ হাসানের প্যাডে আঘাত হানলেও প্রথমে আউট দেননি আম্পায়ার কুমারা ধর্মসেনা। পরে রিভিউতে সফলতা পায় শ্রীলংকা।

বাংলাদেশ ৮-১

দলে আছেন শান্ত, নেই মিঠুন

শেষ কিছু দিনে পারফর্ম্যান্স নিয়ে কম আলোচনা সমালোচনা হচ্ছে না বাংলাদেশ দলের। এক্ষেত্রে মোহাম্মদ মিঠুন ও নাজমুল হোসেন শান্ত সম্ভবত সবার আগেই থাকবেন। শ্রীলঙ্কার বিপক্ষে তাদেরই মাটিতে আজ যখন প্রথম টেস্টে মাঠে নামছে বাংলাদেশ, তাদের একজনকে দলে রেখেছে টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন চৌধুরী।

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

উইকেটে সবুজ ঘাসের আচ্ছাদন। আছে বোলারদের বাড়তি সহায়তার আভাসও। তবু চতুর্থ ইনিংসে ব্যাট করার ঝক্কি এড়াতে টসে জেতার পর ব্যাট করারই সিদ্ধান্ত নিলেন অধিনায়ক মুমিনুল হক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English