শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

ওয়াসিম আকরাম কখনও আমার জুতা টানেননি: শোয়েব

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ৮ আগস্ট, ২০২০
  • ৪৭ জন নিউজটি পড়েছেন

ওল্ড ট্রাফোর্ডে চলছে ইংল্যান্ড-পাকিস্তানের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।

শান মাসুদের ‘শানদার’ সেঞ্চুরির পর ইয়াসির শাহের লেগ স্পিনে কুপোকাত হয়েছে ইংলিশরা।

আর এই টেস্টের দ্বিতীয় দিনে একাদশে জায়গা না পাওয়া সাবেক পাক অধিনায়ক সরফরাজের এক কাণ্ডে ক্ষেপেছেন দলটির সাবেক গতিতারকা শোয়েব আখতার।

এদিন শাদাব খানের জন্য মাঠে পানি নিয়ে যান সরফরাজ। এর সঙ্গে শাদাবের জুতা নিয়ে যাওয়ার কাজটিও করেন তিনি।

বিষয়টিকে দৃষ্টিকটু লেগেছে শোয়েব আখতারের।

শোয়েবের মতে, যেই সরফরাজের নেতৃত্বে ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে পাকিস্তান তার সঙ্গে এমন আচরণ একেবারেই বেমানান।

চারট বছর জাতীয় দলের নেতৃত্ব দানকারীকে দিয়ে জুতা-পানি টানানোর কাজ না করানোরই উচিত ছিল বলে মনে করেন শোয়েব আখতার।

বিষয়টিতে টিম ম্যানেজম্যান্টের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।

এ বিষয়ে শোয়েব আখতার বলেন, ‌‌‘এটি দেখে আমার ভালো লাগেনি। করাচি থেকে উঠে আসা একটি ছেলের জন্য যদি এমন দৃষ্টান্ত তৈরি করেন, তবে সেটা সঠিক হয় না। যে খেলোয়াড়টা পাকিস্তানকে চারটি বছর নেতৃত্ব দিয়েছে, দেশকে চ্যাম্পিয়নস ট্রফি জিতিয়েছে, তার সঙ্গে আপনি এমন করতে পারেন না।’

শোয়েবের ভাষ্য, ‘ হোক সরফরাজ দ্বাদশ খেলোয়াড়। তাই বলে দলের সাবেক অধিনায়ককে দিয়ে জুতা টানালেন! যদি সে নিজে থেকেও এটা করতে চায়, আটকানো উচিত ছিল। ওয়াসিম আকরাম কখনও আমার জন্য জুতা বয়ে আনেননি।’

এরপর ক্ষোভের কিছুটা উগড়ে দিয়েছেন সরফরাজের ওপরেও।

সরফরাজের সমালোচনায় শোয়েব বলেন, এই ঘটনা প্রমাণ করছে, সরফরাজ কতটা নিরীহ এবং দুর্বল মানুষ। এজন্যই মিকি আর্থার সবসময় তার ওপর ছড়ি ঘুরাতেন। সাবেক একজন অধিনায়ক এটা করতে পারে না।

শোয়েবের এমন সব মন্তব্য কানে তুলেনি পাকিস্তানের কোচ কাম প্রধান নির্বাচক মিসবাহ উল হক। বিষয়টিকে নেতিবাচক হিসাবে দেখতে রাজি নন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English