শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:১২ অপরাহ্ন

ও আমার মনটা বুঝতে পারে

বিনোদন ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ৫ জুন, ২০২১
  • ৪৫ জন নিউজটি পড়েছেন
ও আমার মনটা বুঝতে পারে

অর্জুন কাপুর আর মালাইকা অরোরার সম্পর্কের বয়স তিন বছর পার হয়ে গেল। ১২ বছরের বড় মালাইকার সঙ্গে অর্জুনের সম্পর্ক ঘিরে নানান সমালোচনার ঝড় বয়েছে। তবুও তাঁরা একে অপরের হাত শক্ত করে ধরে থেকেছেন। অকপটে তাঁরা স্বীকার করেন একে অপরের প্রতি ভালোবাসার কথা। মালাইকা আর অর্জুন তাঁদের সম্পর্ক ঘিরে আজ অনেকটাই উন্মুক্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে অর্জুন তাঁদের সম্পর্ক নিয়ে আরও নানান কথা ফাঁস করেছেন।

অর্জুন মালাইকাকে ‘গার্লফ্রেন্ড’ বলে সম্বোধন করেন। এক সাক্ষাৎকারে এই বলিউড তারকা তাঁর গার্লফ্রেন্ডকে নিয়ে কিছু কথা মেলে ধরেছেন। অর্জুনকে এই সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়, তাঁকে সবচেয়ে বেশি কে ভালো বোঝেন।

উত্তরে তিনি বলেছেন, ‘আমার ‘‘গার্লফ্রন্ড’’ আমাকে সবচেয়ে ভালো বুঝতে পারে। এমনকি আমি মুখ ফুটে কিছু না বললেও, ও আমার মনের কথা পড়তে পারে। আমার মুড ভালো বুঝতে পারে। গার্লফ্রেন্ড শুধু আমার বাইরেরটা নয়, ও আমার মনটাও বোঝে।’

সম্প্রতি এক সাক্ষাৎকারে অর্জুন মালাইকার অতীত নিয়েও দু-চার কথা বলেছিলেন। এই বলিউড নায়ক মালাইকার অতীতের প্রসঙ্গে বলেন, ‘প্রত্যেকের জীবনে অতীত থাকে। আমি সেই সময়টাকে দেখেছিলাম, তখন অনেক কিছু ঘটেছিল। কিন্তু তা ঠিক ছিল না। কারণ এই সব ঘটনা শিশু মনে প্রভাব ফেলে। আমার মনে হয় একটা বৃত্ত টেনে নেওয়া খুব জরুরি। আমি তা–ই করি যাতে ও সাচ্ছন্দ্য বোধ করে। আমার ক্যারিয়ার কোথাও আমাদের সম্পর্কের মধ্যে এসে না দাঁড়ায়, তাই একটা বৃত্ত টানা জরুরি।’

কিছুদিন আগে অর্জুন পশ্চিম বান্দ্রার সমুদ্রসৈকতে ‘৮১ অরিয়েট’–এ ২০ কোটি রুপি দিয়ে একটি ফ্ল্যাট কিনেছেন। মালাইকা এই একই আবাসনে আগেই ফ্ল্যাট কিনেছিলেন। তাই এখন তাঁরা প্রতিবেশী হতে চলেছেন।

অর্জুনকে দিবাকর ব্যানার্জি পরিচালিত ‘সন্দীপ অউর পিঙ্কি ফরার’ ছবিতে দেখা গেছে। এই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন পরিণীতি চোপড়া। থ্রিলার-ড্রামাধর্মী এই ছবিতে তাঁদের অভিনয় খুবই প্রশংসিত হয়েছে। নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল অর্জুন এবং রাকুল প্রীত সিং অভিনীত ছবি ‘সরদার কা গ্র্যান্ডসন’। তাঁকে দেখা যাবে ‘ভূত পুলিস’ ও ‘এক ভিলেন রিটার্নস’ ছবিতে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English