শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

কঙ্গনার সামনে আরও বড় বিপদ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৫০ জন নিউজটি পড়েছেন

শুধু বলিউড নয়, এবার রাজনীতির আঙিনাজুড়েও শুধুই কঙ্গনা। মহারাষ্ট্রে শিবসেনা সরকারের রীতিমতো রাতের ঘুম কেড়ে নিয়েছে এই একটাই নাম। শিবসেনা বনাম কঙ্গনার আক্রমণ–প্রতি আক্রমণ থামার কোনো লক্ষণ নেই। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সরকার এখন উঠেপড়ে লেগেছে মুম্বাই থেকে কঙ্গনাকে চিরতরে উৎখাত করার জন্য।

শুধু বলিউড নয়, এবার রাজনীতির আঙিনাজুড়েও শুধুই কঙ্গনা। মহারাষ্ট্রে শিবসেনা সরকারের রীতিমতো রাতের ঘুম কেড়ে নিয়েছে এই একটাই নাম। শিবসেনা বনাম কঙ্গনার আক্রমণ–প্রতি আক্রমণ থামার কোনো লক্ষণ নেই। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সরকার এখন উঠেপড়ে লেগেছে মুম্বাই থেকে কঙ্গনাকে চিরতরে উৎখাত করার জন্য। ইতিমধ্যে বিএমসি এই বলিউড নায়িকার অফিস ভেঙে চুরমার করে দিয়েছে। এবার তারা আরও বড় ধাক্কা দিতে চায় কঙ্গনাকে। বিএমসির নজর এই মুহূর্তে কঙ্গনার বাসার দিকে। তবে এসব বিবাদের মধ্যে এক বুক অভিমান নিয়ে কঙ্গনা মুম্বাই ছেড়েছেন, মানালি চলে গেছেন। এক টুইটে তিনি তাঁর মুম্বাই ছাড়ার কথা জানিয়েছেন।

তবে এসব বিবাদের মধ্যে এক বুক অভিমান নিয়ে কঙ্গনা মুম্বাই ছেড়েছেন, মানালি চলে গেছেন। এক টুইটে তিনি তাঁর মুম্বাই ছাড়ার কথা জানিয়েছেন।

বেশ কিছুদিন ধরে কঙ্গনার সঙ্গে মহারাষ্ট্র সরকারের বিবাদ চলে আসছে। আর এ বিবাদের উত্তাপ ক্রমে বেড়েই চলেছে। মানালি থেকে মুম্বাইয়ে পা রাখার আগেই কঙ্গনার অবৈধভাবে নির্মিত অফিস বিএমসি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়। তবে এখানেই ক্ষান্ত হয়নি তারা। এবার কঙ্গনাকে আরও বড়সড় ধাক্কা দিতে চলেছে বিএমসি। আর তারই প্রস্তুতি নিচ্ছে তারা। জানা গেছে, বিএমসি কঙ্গনার অফিসের পর এবার তার বাসা ভাঙবে বলে মনস্থির করেছে। তাই এই বলিউড অভিনেত্রীকে তারা নোটিশ পাঠিয়েছে।

বিএমসির অভিযোগ, মুম্বাইতে কঙ্গনার খার এলাকার বাসাটি অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। তবে এখনো এ ব্যাপারে তারা আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে বিএমসি জানিয়েছে যে কঙ্গনার অফিস ও বাসা দুটোই অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। কঙ্গনার এ কেস এখন আদালতে বিচারাধীন। ২৫ সেপ্টেম্বর কেসটির শুনানি হতে চলেছে বলে জানা গেছে। তবে বলিউডের এই ঠোঁটকাটা নায়িকা এখনো এ ব্যাপারে কিছু বলেননি। কিন্তু বিষয়টি ক্রমে গভীর থেকে গভীরতর হচ্ছে।

এদিকে কঙ্গনা গতকাল সোমবার সকালে এক টুইটারে জানান যে তিনি মুম্বাই ছাড়ছেন। ৯ সেপ্টেম্বর এই বলিউড অভিনেত্রী মুম্বাইয়ে পা রেখেছিলেন। মুম্বাইয়ে আসামাত্রই যে সুরক্ষা তিনি পেয়েছিলেন, মুম্বাই ছাড়ার সময়ও একই সুরক্ষা ছিল। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তিনি ‘ওয়াই ক্যাটাগরি’র সুরক্ষা পেয়েছিলেন। মুম্বাইয়ে পাঁচ দিনের সফর শেষ করে কঙ্গনা নিজের শহর মানালিতে ফিরেছেন। মুম্বাই ছাড়ার আগে তিনি টুইটে লিখেছেন, ‘রক্ষকই এখন ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। সরীসৃপ হয়ে গণতন্ত্রের ক্ষতি করছে। আমাকে দুর্বল ভেবে অনেক বড় ভুল করেছ। একজন নারীকে ভয় দেখিয়ে, তাকে নিচু দেখিয়ে, নিজের ইমেজ ধুলায় মিশিয়েছ।’

কঙ্গনা এ টুইটে আরও লিখেছেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে মুম্বাই ছাড়ছি। এই কদিন ধরে আমাকে ভয় দেখানো হয়েছে। হুমকি দেওয়া হয়েছে। আমার অফিস ভাঙার পর এবার আমার বাড়ির দিকে নিশানা করা হয়েছে। আমার জন্য সশস্ত্র নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। তাই আমি আবার বলতে চাই যে মুম্বাইকে পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরের সঙ্গে তুলনা করে আমি কোনো ভুল করিনি।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English