ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে আনা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৫০ লাখ ডোজ করোনার টিকা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টঙ্গীর বেক্সিমকোর ফার্মাসিটিক্যালসের গুদামে রাখা হয়েছে।
এর আগে সোমবার বেক্সিমকোর সাতটি বিশেষ ফ্রিজার কাভার্ড ভ্যানে করে দুপুর ১টার দিকে ভ্যাকসিনগুলো পৌঁছায় টঙ্গীর বেক্সিমকোর গুদামে।
বেক্সিমকোর ফার্মাসিটিক্যালসের চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা জানান, বিমানবন্দর থেকে ৫০ লাখ ডোজ টিকা সাতটি গাড়িতে করে আনা হয়েছে। নতুন দুটি গুদাম করা হয়েছে। এর মধ্যে একটি গুদামে ৬ মিলিয়ন ডোজ এবং অপরটিতে ৮ মিলিয়ন ডোজ রাখা হচ্ছে। এছাড়া আগে থেকে আরও একটি গুদাম প্রস্তুত ছিলো, যদি দরকার হয় তাহলে সেখানেও রাখা যাবে। তিনি আরও জানান, প্রতিটি কার্টনের মধ্যে ১২০০ ভায়াল (১২ হাজার ডোজ) টিকা আছে।
রাব্বুর রেজা বলেন, ৫০ লাখ ডোজ টিকা তিনটি ব্যাচ থেকে এসেছে। এই তিনটি ব্যাচের স্যাম্পল ড্রাগ রেগুলেটরি অথরিটিতে পাঠানো হবে। পরীক্ষা-নিরীক্ষার পর ড্রাগ রেগুলেটরি থেকে রিলিজ হলে দেশের ৬৪ জেলায় ৪৮ ঘন্টার মধ্যে এই টিকা পাঠানো যাবে।