দেশের প্রধান রপ্তানি আয়ের খাত তৈরি পোশাকে করোনার দ্বিতীয় ধাক্কা লাগতে শুরু করেছে। ফলে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের মতো প্রধান বাজারসহ নতুন বাজারে রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কভিড-১৯-এর দ্বিতীয় পর্যায়ে সংক্রমণসহ অন্যতম আয়ের উৎস ওভেন পোশাকে রপ্তানি কমেছে। তবে রপ্তানিকারকরা বলেন, এখনই শঙ্কার কিছু নেই। করোনার প্রথম ধাপে যেখানে ৫০ শতাংশের বেশি রপ্তানি কমে গিয়েছিল; সেই তুলনায় বর্তমান চাপ এখনো সহনীয়।
রপ্তানি উন্নয়ন ব্যুরো-ইপিবির পরিসংখ্যানেও দেখা যায়, চলতি অর্থবছরের জুলাই থেকে নভেম্বরে ওভেন পোশাকে গত বছরের নভেম্বর তুলনায় আয় কমেছে ৮ শতাংশের বেশি। অন্যদিকে নিট পোশাকে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৫ শতাংশ। এ সময় মোট আয় হয় প্রায় এক হাজার ৩০৯ কোটি ডলার। নিট পোশাকে আয় হয়েছিল ৭১৩ কোটি ডলারের বেশি এবং ওভেন পোশাকে আয় হয় ৫৭৫ কোটি ৮৩ লাখ ডলার। এই আয় গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৩২ কোটি ডলার কম।
এ বিষয়ে বিজিএমইএর সাবেক সভাপতি ও এফবিসিসিআইয়ের সহসভাপতি মো. সিদ্দিকুর রহমান বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপে করোনায় রপ্তানি আয় কিছুটা কমলেও শঙ্কার কিছু নেই। আমরা মনে করেছিলাম এটা ৩০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। তবে বর্তমান অবস্থা এখনো সামাল দেওয়ার মতো।
ওভেন পোশাকে রপ্তানি কমার কারণ উল্লেখ করে সিদ্দিকুর রহমান বলেন, পাকিস্তানের ডলারের দর পতন এবং তাদের ওভেন কাপড়ের মান ভালো হওয়ায় যুক্তরাষ্ট্রের বাজারে তাদের ওভেন পোশাকের রপ্তানি বাড়ছে। অন্যদিকে আমাদের কমছে।
দেশভিত্তিক রপ্তানি পর্যালোচনায় দেখা যায়, ২০২০-২১ অর্থবছরের গত পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) ইউরোপের বাজারে মাত্র ০.১৬ শতাংশ প্রবৃদ্ধি হলেও রপ্তানির একক বড় দেশ যুক্তরাষ্ট্রে রপ্তানি আয় কমেছে ০.৫৮ শতাংশ। এ ছাড়া নতুন বাজারেও আয় কমেছে ৮.৮৩ শতাংশ। তবে কানাডায় নভেম্বরে প্রবৃদ্ধি হয়েছে ১.২৫ শতাংশ।
এ সময় যুক্তরাষ্ট্রের বাজারে আয় হয়েছে ২৩৯ কোটি ৫৬ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে ছিল ২৪০ কোটি ৯৬ লাখ ডলার। কানাডার বাজার থেকে আয় হয়েছে ৪০ কোটি ১১ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে ছিল ৩৯ কোটি ৬২ লাখ ডলার। এ সময় নতুন বাজার থেকে আয় এসেছে ২০৪ কোটি ৭৩ লাখ ডলার। আগের বছরের আয় ছিল ২২৪ কোটি ৫৫ লাখ ডলার।
এ বিষয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএসের জ্যেষ্ঠ রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ বলেন, যুক্তরাষ্ট্র ওভেন (প্যান্ট-শার্ট) পোশাকের সবচেয়ে বড় বাজার। এই বাজারে করোনার প্রভাবে ওভেন পোশাকের রপ্তানি কমে যাওয়ায় পোশাক খাতসহ সার্বিক রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়েছে।
এই সংকটকালে উদ্যোক্তারা যেন শ্রমিক ছাঁটাই না করার আহ্বানও জানান তিনি ।