করোনা আক্রান্ত হলেন দুই বাংলার জনপ্রিয় টেলি অভিনেত্রী অপরাজিতা আঢ্য। অভিনেত্রীসহ তাঁর পরিবারের আরও চার সদস্য করোনা আক্রান্ত বলেই জানান। করোনা আক্রান্তের খবর নিশ্চিত করে অপরাজিতা জানান, কিছুদিন আগে তাঁর শাশুড়ির জ্বর এসেছিল। তারপরই চিকিৎসক পরিবারের সকলের করোনা পরীক্ষা করার পরামর্শ দেন। গেল ২১ অক্টোবর পরীক্ষার ফল আসে। যাতে দেখা যায় ৪ জনের রিপোর্ট পজিটিভ। মোট ১২ জন সদস্য রয়েছে অপরাজিতা আঢ্যর পরিবারে।
অভিনেত্রী ছাড়াও করোনায় আক্রান্ত তাঁর শাশুড়ি, কাকাশ্বশুর এবং ননদ। শাশুড়ি প্রথম দিকে হালকা জ্বর এসেছিল। তারপর আর তেমন কোনও সমস্যা নেই। বাড়ির বাকি আক্রান্ত সদস্যদের কোনও উপসর্গ নেই। তবে প্রত্যেই ডাক্তারের পরামর্শ মেনে হোম আইসোলেশনে রয়েছেন এবং প্রয়োজনীয় ডায়েট এবং ওষুধ খাচ্ছেন।
যদিও এই মুহূর্তে স্টার জলসার ‘রান্নাবান্না’ আর যিশু সেনগুপ্ত প্রযোজিত ‘হাসিওয়ালা অ্যান্ড কোম্পানি’ নামে দুটো রিয়েলিটি শোতে কাজ করছেন অপরাজিতা। ‘রান্নাবান্না’ শোতে তার সঙ্গে রয়েছে শিশুশিল্পী রক্তিম সামন্ত। আর ‘হাসিওয়ালা অ্যান্ড কোম্পানিতে রজতাভ দত্ত আর অঙ্কুশ হাজরার সঙ্গে বিচারকের আসনে বসেছেন। তবে এসব শোর শ্যুটিং নিয়ে কিছুটা অস্বস্তি দেখা গেছে।