শাহরুখ খানের সঙ্গে ‘রইস’ ছবিতে অভিনয় করেছিলেন পাকিস্তানের অভিনেত্রী মাহিরা খান। সেই সুবাদে বলিউডে তিনি বেশ পরিচিত মুখ। পাকিস্তানের এই অভিনেত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হওয়ার খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তিনি।
মাহিরা পোস্ট করে বলেন, আমি কোভিড পজিটিভ। আমি নিজেকে আইসোলেশনে রেখেছি এবং গত সপ্তাহে যারা আমার সংস্পর্শে এসে ছিলেন তাদের সকলকে জানিয়েছি। বিষয়টা কঠিন। কিন্তু খুব শীঘ্রই সব ঠিক হবে ইন শা আল্লাহ। দয়া করে মাস্ক পরুন এবং সকলের কথা মেনে চলুন নিজের জন্য এবং অন্যদের জন্য। অনেক ভালোবাসা।